অনলাইন ডেস্ক, ২৬ এপ্রিল।। বিশ্বের পঞ্চম ধনী হিসেবে জায়গা করে নিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। বিশ্বের ৫ম শীর্ষ ধনী হওয়ার পথে আদানি ছাড়িয়ে গেছেন ওয়ারেন বাফেটকেও। বিখ্যাত সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ফোর্বসের ওই প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে ৫৯ বছর বয়সী আদানির মোট সম্পদের পরিমাণ ১২৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। বিপরীতে, ৯১ বছর বয়সী ওয়ারেন বাফেটের সম্পদের পরিমাণ ১২১ দশমিক ৭ বিলিয়ন ডলার।
আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি এই গ্রুপের চেয়ারম্যান। এই প্রতিষ্ঠান ও এর অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের মালিকানায় একটি বন্দর, আদএনার্জি কনগ্লোমারেট ছাড়াও ভারতজুড়ে আরও ছয়টি বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে তাঁর
বিগত বছরে আদানির নেতৃত্বাধীন প্রতিটি প্রতিষ্ঠানের শেয়ার মূল্য ১৯ শতাংশ থেকে বেড়ে ১৯৫ শতাংশে দাঁড়িয়েছে। বর্তমানে আদানি রিনিউয়েবল ও গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ করার আগ্রহ পোষণ করেছেন।
খুব সম্প্রতি শেষ হওয়া বিশ্ববঙ্গ বাণিজ্য সন্মেলনেও এই রাজ্যে বিনিয়োগের আশ্বাস দিয়েছেন আদানি।