অনলাইন ডেস্ক, ২৫ এপ্রিল।। আগামী গ্রীষ্মের দল-বদল মৌসুমে বার্সেলোনার প্রথম টার্গেট, রবার্ট লেভানডফস্কিকে ক্যাম্প ন্যুয়ে আনা। অনেক দিন ধরে গুঞ্জন চলছে, অ্যালিয়েঞ্জ অ্যারেনা ছাড়তে পারেন পোলিশ স্ট্রাইকার।
কিন্তু এত সহজে লেভাকে ছাড়বে না বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের ইচ্ছে, ৩৩ বছর বয়সী তারকার সঙ্গে চুক্তি নবায়ন করার। জার্মান জায়ান্টরাও আশা করছে, বুন্দেসলিগায় থাকবেন লেভা।
স্কাই জার্মানিকে দেওয়া এক সাক্ষাৎকারে বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিদজিচ বলেন, ‘এই গ্রীষ্মে লেভানডফস্কির ছাড়ার কথা ভাবছি না। তার সঙ্গে ২০২৩ পর্যন্ত চুক্তি আছে। শিগগিরই আমরা তার সঙ্গে কথা বলব। আমরা চাই সে থাকুক।’
মৌসুম শেষ হওয়ার আগে ইতোমধ্যে বুন্দেসলিগা জিতেছে বায়ার্ন। আর লেভা জিতেছেন লরেস একাডেমি পুরস্কার। বুন্দেসলিগায় একক মৌসুমে সর্বোচ্চ গোলে জার্ড মুলারের রেকর্ড ভেঙে এই পুরস্কার জিতলেন তিনি।