অনলাইন ডেস্ক, ২৫ এপ্রিল।।ভারতের প্রবীণ রাজনীতিবিদ কংগ্রেস নেতা কে সংকরানারায়ন মারা গেছেন। রবিবার কেরালার পালাক্কাদে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। খবর এনডিটিভির।
এই প্রবীণ নেতা তার কয়েক দশকের ক্যারিয়ারে মহারাষ্ট্র, নাগাল্যান্ড এবং ঝাড়খণ্ডের মতো রাজ্যের গভর্নর হিসেবে নিয়োজিত ছিলেন।
গত দেড় বছর ধরে সংকরানারায়নান বিভিন্ন রোগে ভুগছিলেন।
শ্রদ্ধা জানানোর জন্য আজ সংকরানারায়নানের দেহ নিজ বাড়ি এবং কংগ্রেসের পার্টি অফিসে রাখা হবে। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে মৃতের শেষকৃত্য সম্পন্ন করা হবে।
সংকরানারায়নানের মৃত্যুতে শোক জানিয়েছেন গভর্নর আরিফ মোহাম্মদ খান এবং মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নসহ অনেক রাজনৈতিক নেতা।
সংকরানায়ানানের মৃত্যুতে কেরালার জাতীয় সংসদের স্পিকার এম বি রাজেশ শোক জানিয়ে বলেছেন, একজন প্রবীণ এবং জনপ্রিয় রাজনৈতিক নেতাকে হারালো রাজ্য।