অনলাইন ডেস্ক, ২৫ এপ্রিল।। ফ্রান্সে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থী মেরিন ল্য পেনকে হারিয়ে জয়ের পথে ইমানুয়েল ম্যাক্রোঁ। ফলে গত ২০ বছরের মধ্যে ফ্রান্সে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্ট হিসেবে মাখোঁ টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকছেন। খবর এএফপির। ফরাসি গণমাধ্যমের হিসাবমতে, ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ শতাংশ ভোট এবং তার প্রতিপক্ষ মারিন ল্য পেন পেয়েছেন ৪২ শতাংশ ভোট। ভোটের প্রকৃত ফল এবং বুথফেরত জরিপের সমন্বয়ে ম্যাক্রোঁর জয়ের এই পূর্বাভাস দিয়েছে ফরাসি গণমাধ্যম।
নির্বাচনে ম্যাক্রোঁর জয়ের পূর্বাভাস আসা মাত্রই তাকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল। ফ্রান্সের আইফেল টাওয়ারের পাদদেশে একটি পার্কের বিশাল স্ক্রিনে ভোটের ফল ভেসে উঠতেই উল্লাসে ফেটে পড়েছেন ম্যাক্রোঁর সমর্থকরা। তারা ফ্রান্স এবং ইইউ পতাকা উড়িয়ে একে অপরকে আলিঙ্গন করে ম্যাক্রোঁ, ম্যাক্রোঁ ধ্বনিতে আনন্দ প্রকাশ করেছেন। ওদিকে, উল্টো চিত্র দেখা গেছে ল্য পেনের শিবিরে। ল্য পেন তার পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তার নামে স্লোগান দেওয়া সমর্থকদের উদ্দেশে ভাষণও দিয়েছেন তিনি।
ল্য পেন বলেন, নির্বাচনের ফলে যেটুকু ভোট পেয়েছেন সেটি এখনও তার দলের জন্য এক বিজয়। ব্যালট বক্সে যে রায় এসেছে তার প্রতি শ্রদ্ধাশীল বলেও জানান তিনি। ১০ এপ্রিল ফ্রান্সে নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেবার গণনা হওয়া ৯৭ শতাংশ ভোটের মধ্যে ম্যাক্রোঁ পান ২৭ দশমিক ৩৫ শতাংশ। অপর দিকে পেনের দখলে ছিল ২৩ দশমিক ৯৭ শতাংশ ভোট।
প্রথম পর্বে প্রেসিডেন্ট পদের প্রার্থী ছিলেন ১২ জন। নিয়ম অনুযায়ী, প্রথম পর্বের ভোটে শীর্ষ দুই প্রার্থী দ্বিতীয় দফার ভোটে অংশ নেন। রবিবার স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয় ভোট গ্রহণ। শেষ হয় রাত আটটায় (বাংলাদেশ সময় রাত ১২টা)। প্রায় ৫০ বছরের মধ্যে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছিল। এবার সেই রেকর্ডও ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করেছিল নির্বাচন সংস্থা।