স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ১১ সেপ্টেম্বর।। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে কাঞ্চনপুর টাউন হলে জেলা কার্যকারীনি বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার। এইদিন সকালে কাঞ্চনপুর টাউন হলে উত্তর জেলার ৬ টি মণ্ডল কমিটির উদ্যোগে কার্যকারীনি বৈঠক অনুষ্ঠিত হয় । কোভিড-১৯ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ৪০ জনের মতো সদস্য সদস্যার উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ভারতীয় জনতা পার্টিকে আগামী দিনে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, উত্তর ত্রিপুরা জেলার জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, বিজেপি উত্তর জেলা কমিটির সভাপতি মলিন দেব নাথ সহ অন্যান্য নেতৃত্বরা।