চুরাইবাড়ি গেইটে দালালচক্রের রমরমা, চরম দুর্ভোগ চালকদের

স্টাফ রিপোর্টার, চুরাইবাড়ি, ১১ সেপ্টেম্বর।। রাতের অন্ধকারে চুরাইবাড়ি গেইটে দালালচক্রের রমরমা অব্যাহত। এই নিয়ে বহুবার বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ পরিবেশিত হয়েছে। কিন্তু তারপরেও কারো কোন হেল দোল নেই। প্রায় রাতেই দালাল চক্রের হাত ধরে অবাধে বহিঃরাজ্য আগত পণ্যবাহী লড়ি রাজ্যে প্রবেশ করছে। পণ্যবাহির গাড়ির চালকদের কোন ধরনের করোনা পরীক্ষা ছারাই। পরিবহন দপ্তরের টিআরটিসি কর্মী ও তাদের সঙ্গে থাকা পুলিশ কর্মীদের বিরুদ্ধে উঠছে বিভিন্ন অভিযোগ। বৃহস্পতিবার রাতে সংবাদ প্রতিনিধিদের নজরে বিষয়টি আসলে তার চিত্র ক্যামেরা বন্দি করা হয়।

এই ঘটনায় অন্যান্য ক্ষুব্ধ যান চালকরা, বিশেষ করে যারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাড়িয়ে করোনা পরীক্ষা করছে। ক্ষুব্ধ যান চালকরা জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়ি গেইটে দালালচক্রের বাড়বাড়ন্ত শুরু হয়ে যায়। অর্থের বিনিময়ে করোনা পরীক্ষা না করে বহিঃরাজ্য থেকে আসা লরি রাজ্যে প্রবেশ করছে দালালদের হাত ধরে। বৃহস্পতিবার রাতে একইভাবে বহিঃরাজ্য থেকে আসা টি.আর-০৫এ-১৫১৬ নাম্বারের একটি গাড়ি অর্থের বিনিময়ে দালাল চক্রের হাত ধরে রাজ্যে প্রবেশ করে। এই ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য লরি চালকরা অসন্তোষ ব্যক্ত করে।

রাজ্যে যেন করোনা ভাইরাসের প্রকোপের লাগাম টানা যায় তার জন্য চোরাইবাড়ি গেইটে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। যাতে করে চোরাইবাড়ি দিয়ে যে সকল গাড়ি রাজ্যে প্রবেশ করবে, সেই সকল গাড়ির চালক সহ অন্যান্যদের করোনা পরীক্ষা করা যায়। কিন্তু এই ভাবে অর্থের বিনিময়ে দালাল চক্রের হাত ধরে গাড়ি চোরাইবাড়ি দিয়ে রাজ্যে প্রবেশ করার ফলে সকলের জন্য ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। কারন কোন যান চালক যদি করোনা আক্রান্ত থাকে তবে সকলের জন্য তা বিপদের। এই পরিস্থিতিতে এখন দেখার প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?