স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৩ এপ্রিল।। গোমতী জেলা স্নাতক কৃষি সমিতির উদ্যোগে শালগড়া কমিউনিটি হলে কৃষকদের নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এদিনের এই শিবির থেকে জেলার মোট ১০ জন কৃষককে বিভিন্ন কৃষি যন্ত্রাংশ বিতরণ করা হয়। পাশাপাশি এগারটি পঞ্চায়েতের ১১ জন কৃষককে কৃষিজ বীজ এবং চারা প্রদান করা হয়। শনিবার শালগড়া কমিউনিটি হলে প্রদীপ প্রজ্জ্বলন করে কৃষি সচেতনতা শিবিরের উদ্বোধন করেন কৃষি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর পিতা চন্দ্র মজুমদার, টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা দাস, বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস, হর্টিকালচারের ডিরেক্টর ডক্টর ফণিভূষণ জমাতিয়া সহ উদ্যান বিভাগের আধিকারিকগণ। এদিন উপস্থিত সকল বক্তারা বর্তমান রাজ্য সরকারকে কৃষি ও কৃষক দরদী বলে আখ্যায়িত করে সর্বদা কৃষকদের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকারবদ্ধ হন। শালগড়া কমিউনিটি হলে সচেতনতা শিবির ঘিরে অসংখ্য কৃষকের উপস্থিতি লক্ষ্য করা যায়।