অনলাইন ডেস্ক,২৩ এপ্রিল।। দুঃসময় কাটছেই না বিরাট কোহলির। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে সেঞ্চুরি নেই; তার মধ্যে এবারের আইপিএলেও হাসছে না তার ব্যাট।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে রানের খাতাও খুলতে পারলেন না কোহলি। মার্কো জানসেনের বলে ফিরলেন এইডেন মার্করামের হাতে বন্দী হয়ে।
এই নিয়ে ব্যাক-টু-ব্যাক গোল্ডেন ডাক মারলেন কোহলি। এর আগে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষেও শূন্য হাতে ফেরেন ভারতের সাবেক অধিনায়ক।
দুর্দান্ত বোলিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে চাপে ফেলে দিয়েছেন জানসেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৮.২ ওভারে স্কোরবোর্ডে ৪৭ রান জমা করতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে আরসিবি।
নিজের প্রথম ওভার করতে এসে দ্বিতীয় বলে বেঙ্গালুরুর ওপেনার-অধিনায়ক ফাফ ডু প্লেসিকে বোল্ড করেন তার স্বদেশি বোলার জানসেন। পরের বলে কোহলিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন তিনি।
তবে সেই আশা পূর্ণ না হলেও ওভারটিতে তিন উইকেট নেন দক্ষিণ আফ্রিকান পেসার। শেষ বলে আরেক ওপেনার অনুজ রাওয়াতকেও সাজঘরে ফেরত পাঠান জানসেন।