স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ এপ্রিল।। আজ রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজিত একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ গ্রহণ করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলিত করে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন তিনি। আজকের এই রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জয়ন্ত চক্রবর্তী, সোসাইটি অব ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স এর সভাপতি চন্দন সরকার সহ সংগঠনের অন্যান্য পদাধিকারী ও সদস্য-সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার তাপস মজুমদার। আজকের এই মহতী রক্তদান শিবিরে রক্তদানকারী সকল রক্তদাতাদের তাদের এই সেবামূলক কাজ ও মানসিকতার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সকলের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী।