স্টাফ রিপোর্টার, মোহনপুর, ২২ এপ্রিল।। রাজ্য সরকার ছাত্রছাত্রী ও যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
আজ মোহনপুরবাসীর জন্য আরো একটি ঐতিহাসিক দিন। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে উত্তর দেবেন্দ্র নগর উচ্চ বিদ্যালয়ের মাঠটিকে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ হিসেবে গড়ার লক্ষ্যে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, খেলাধুলা মানুষের শারীরিক, চারিত্রিক এবং মানসিক বিকাশে সহায়ক । যুব সমাজকে নেশার কবল থেকে রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছেন। সেই ডাকে সাড়া দিয়ে সবাইকে এই ধ্বংসাত্মক ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।