অনলাইন ডেস্ক, ১০ সেপ্টেম্বর ।। গত বছর তিনটি দলকে মিলিয়ে বিসিসিআই শুরু করেছিল মহিলাদের টি-২০ চ্যালেঞ্জ প্রতিযোগিতা। কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট দলের অভিজ্ঞ তারকা ঝুলন গোস্বামী মনে করেন, সেভাবে কিছু হবে না। ছেলেদের মতো মেয়েদেরও পুরোদস্তুর আইপিএল হলে উন্নতি হবে ক্রিকেটেরই।এক অনুষ্ঠানে ঝুলন বলেছেন, “মহিলাদের আইপিএল হলে সার্বিকভাবে উন্নতি হবে ভারতীয় মহিলা ক্রিকেটেরই। এক ড্রেসিংরুমে বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে ভারতের তরুণ প্রতিভারাও থাকবে। অনেক কিছু শিখতে পারবে এবং আখেরে তাতে লাভবান হবে ভারতীয় ক্রিকেটই।
তাই আমি মনে করি, ভারতীয় বোর্ডের উচিত মেয়েদেরও বড় আকারে আইপিএল আয়োজন করা।”৩৭ বছরে পা রেখেছেন তিনি। তাঁর পক্ষে এখন আইপিএল ধাঁচের ক্রিকেট খেলা কতটা সম্ভব? ঝুলন মনে করেন, বয়স নিছকই একটা সংখ্যা। খেলার প্রতি দায়বদ্ধতা থাকলে কোনও সমস্যাই স্পর্শ করতে পারবে না কোনও খেলোয়াড়কে। তিনি বলেছেন, “পেশাদার খেলোয়াড় হিসেবে কখনও বয়স নিয়ে চিন্তা করতে নেই। নিজের কাজ করে যেতে হবে। খেলাটাকে ভালবাসতে হবে এবং প্রতি মুহূর্তে নিজেকে সেই খেলাটাকে উপভোগ করতে হবে। আমি তো এখনও ক্রিকেটকে আগের মতোই উপভোগ করি।
”২০১৭ সালে বিশ্বকাপ ফাইনালে হার এখনও ঝুলনের মনে ক্ষত হিসেবেই রয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন, শেষ দশ ওভার চাপের কাছে হার মেনেই তাঁরা বিশ্বকাপ হাতছাড়া করেছিলেন। তিনি বলেছেন, “সেভাবে হিসাব করলে দেখা যাবে ৯০ ওভার পর্যন্ত আমরা পাল্লা দিয়ে লড়াই করেছিলাম। কিন্তু শেষ দশ ওভারে ইংল্যান্ডের বোলিংয়ের সামনে আমরা চাপ সহ্য করতে পারিনি। সেটাই আমাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ করে দিয়েছিল। তবে গত তিন বছরে ভারতীয় মহিলা ক্রিকেটেরও যথেষ্ট উন্নতি হয়েছে। আমাদের পারফরম্যান্সে ধারাবাহিকতা এসেছে। সেটাও একটা বড় প্রাপ্তি।”