অনলাইন ডেস্ক,২১ এপ্রিল।। চলতি বছরের উইম্বলডনে অংশ নিতে পারবেন না রাশিয়ান ও বেলারুশিয়ান টেনিস তারকারা। ইউক্রেনে রুশ সৈন্যদের হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (এইএলটিসি) বিষয়টি নিশ্চিত করে।
পুরুষ এককের দুই নম্বর বাছাই রাশিয়ার ডেনিল মেদভেদেভ এবং নারী এককের চার নম্বর বাছাই বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কাকে দেখা যাবে না লন্ডনে। এছাড়া দুই দেশের আরও বেশ কয়েকজন শীর্ষ বাছাই টেনিস তারকা এতে ক্ষতিগ্রস্ত হবেন।
তবে উইম্বলডনে খেলার সুযোগ যে একেবারেই নেই তাদের, তা নয়। সেক্ষেত্রে দুই দেশের খেলোয়াড়রা এই টেনিস সফরে যেতে পারবেন এক শর্তে। নিজ দেশের পতাকাতলে খেলতে পারবেন না তারা।
গত বছরের উইম্বলডনে সাবালেঙ্কা সেমিফাইনাল খেলেছিল। অন্যদিকে মেদভেদেভ পৌঁছেছিল চতুর্থ রাউন্ডে।
এই নিষেধাজ্ঞার ফলে যুদ্ধবিরোধী হওয়া সত্ত্বেও নারী এককের ১৫ নম্বর বাছাই রাশিয়ার আতাসতাসিয়া পাভলিউচুয়েকোভা এবং ১৮তম বাছাই বেলারুশের ভিক্তোরিয়া আজারেঙ্কাকেও থাকতে হবে দর্শক হয়ে।
একই ভাগ্য বরণ করতে হবে পুরুষ এককের অষ্টম বাছাই রাশিয়ার আন্দ্রেই রুবলেভ এবং তার স্বদেশি ২৬তম বাছাই কারেন কাছানভকেও। তবে মে থেকে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারবেন দুই দেশের টেনিস তারকারা।
উইম্বলডন শুরু হবে ২৭ জুন এবং চলবে ১০ জুলাই পর্যন্ত।