অনলাইন ডেস্ক, ১০ সেপ্টেম্বর ।।লকডাউনের কারণে বাড়িতে রয়েছেন ব্রিটেনের ডার্বিশায়ারের যুবক চার্লস। হাতে প্রচুর সময় তাই বাড়ি ঘরদোর একটু পরিষ্কার করছিলেন তিনি। বাড়ি পরিষ্কার করতে গিয়েই ওই যুবক খুঁজে পেলেন কার্যত সাত রাজার ধন। ওই যুবক নিজের বাড়ির গ্যারাজ পরিষ্কার করতে গিয়ে একটি টি-পট পান। ওই টি-পটটি চিনের কিয়ালিং সাম্রাজ্যের। এই টি-পটটি অতীব মূল্যবান। এই টি-পটটি নিলাম করলে ১ লক্ষ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় প্রায় ৯৫ লক্ষ টাকা মিলতে পারে বলে জানা গিয়েছে।ওই দুর্মূল্য টি-পটটি কিভাবে নিজের বাড়িতে এল তা নিয়ে মাথা না ঘামিয়ে চার্লস লন্ডনের নিলাম সংস্থা হ্যানসনসের হাতে তুলে দেন।
হ্যানসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই টি-পটটি অতীব মূল্যবান। এই মূল্যবান জিনিসটি চিনের কিয়ালিং সাম্রাজ্যের নিদর্শন। এই টি-পটটি নিলাম করলে ১ লক্ষ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় প্রায় ৯৫ লক্ষ টাকা মিলতে পারে। হ্যানসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই টি-পটটি যে কোনও দোকানে বিক্রি করলেও ৪০ থেকে ৫০ লাখ টাকা পাওয়া যাবে। উল্লেখ্য, কিং রাজবংশ ছিল চিনের ইতিহাসে সর্বশেষ রাজবংশ। কিয়ালিং সম্রাটদের শাসনকালে এই সাম্রাজ্য উন্নতির চরম শিখরে পৌঁছেছিল। অর্থনীতি, শিল্পকলা সব ক্ষেত্রেই এই সাম্রাজ্যের খ্যাতি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে।কিন্তু ১৮৪০ সালে ব্রিটিশদের কাছে পরাজিত হয় চিন।
শেষ সময়ে চিনের বহু মূল্যবান জিনিসপত্র ব্রিটিশরা দখল করে নিয়েছিল। ওই টি-পটটি হয়তো সেভাবেই ব্রিটেনে এসেছিল। তবে চার্লস জানিয়েছেন, তাঁর দাদু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে চিন-সহ বিভিন্ন দেশ ভ্রমণে গিয়েছিলেন। সেই সময়ই হয়তো তিনি ওই টি-পটটি চিন থেকে বাড়িতে নিয়ে আসেন। সে সময় বহুমূল্য এই টি-পটের গুরুত্ব হয়তো পরিবারের কেউ বোঝেনি। সে কারণেই এই টি-পটটি বাতিল জিনিসের তালিকায় চলে যায়। তবে ওই টি-পটটি বিক্রি করে কত টাকা আসবে সে বিষয়ে আদৌ উৎসাহী নয় চার্লস। বরং তিনি এবং তাঁর পরিবার চান, ওই টি-পটটি কোন মিউজিয়ামে দিয়ে দিতে। বেজিংয়ের প্যালেস মিউজিয়াম এবং তাইপেইয়ের ন্যাশনাল মিউজিয়ামে একই ধরনের দু’টি টি-পট আছে।