স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ এপ্রিল।। ফায়ার সার্ভিস সপ্তাহ- ২০২২ উপলক্ষে রাজ্যস্তরীয় বিপর্যয় মোকাবিলা মহড়া আজ অনুষ্ঠিত হয়। আমতলি দ্বাদশ স্কুল মাঠে আয়োজিত এই মহড়ার উদ্বোধন করেন অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল।
এই কর্মসূচিতে অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের পাশাপাশি এনডিআরএফ, এসডিআরএফ, সিভিল ডিফেন্স, আপদা মিত্র, সেন্ট্রাল ট্রেইনিং ইনস্টিটিউট, পূর্ত দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মহড়ায় দপ্তরের প্রতিনিধিরা বিপর্যয় মোকাবিলার বিভিন্ন পদ্ধতি সকলের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে মন্ত্রী শ্রীপাল সহ অন্যান্য অতিথিরা পতাকা নেড়ে দুটি হাইপ্রেসার মিনি ফায়ার টেন্ডার্স ও একটি সিডি ভ্যানের সূচনা করেন। উদ্বোধকের বক্তব্যে অগ্নি নির্বাপক মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, উন্নত প্রযুক্তির সংযোজনের মাধ্যমে অগ্নি নির্বাপক দপ্তরের আধুনিকীকরণ করা হচ্ছে।
বিপর্যয় হলে মানুষের ক্ষয়ক্ষতি যাতে কম হয় সেদিকে লক্ষ্য রেখে দপ্তরের আধুনিকীকরণে মনোনিবেশ করা হয়েছে। তিনি আরও বলেন, ১৯৪৪ সালের ১৪ এপ্রিল তৎকালীন বোম্বাই বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে শহীদ অগ্নি নির্বাপক কর্মীদের স্মরণে ১৪-২০ এপ্রিল অগ্নি নির্বাপক সপ্তাহ উদযাপন করা হয়। তিনি বলেন, বর্তমান সরকার রাজ্যে সকলকে সম্মান দিয়ে কাজ করার বাতাবরণ সৃষ্টি করেছে। তার ফলে দপ্তরের সকল স্তরের কর্মীরা রাজ্য এবং সমাজের উন্নয়নে মনোনিবেশ করতে সক্ষম হচ্ছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে দপ্তরের অধিকর্তা অনিন্দ্য কুমার ভট্টাচার্য বলেন, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস, রাজস্ব দপ্তরের বিপর্যয় মোকাবিলায় স্টেট প্রজেক্ট অফিসার শরৎ কুমার দাস।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক রাজীব দত্ত, যুগ্ম অধিকর্তা দেবযানী দেব প্রমুখ। মহড়ায় তিনটি টেকনিক্যাল সেশনের মাধ্যমে অগ্নি সুরক্ষা, ভূমিকম্প এবং বিপর্যয় সুরক্ষা সচেতনতা বিষয়ক কর্মসূচি প্রদর্শন করা হয়। পরে দপ্তরের কর্মীদের মধ্যে ভালো কাজের জন্য চিহ্নিত ২২ জন কর্মীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ডুকলি ব্লক এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।