মালদা জেলায় এখনও দেখা যায়নি আমের খেলা

অনলাইন ডেস্ক,১৯ এপ্রিল।। বাংলার নতুন বছর পড়ে গিয়েছে, চলে এসেছে আমের সিজন। এখন বঙ্গবাসী অপেক্ষা করছে কবে মালদা থেকে আসবে সেই বিখ্যাত আম। কিন্তু মালদার বাজার বলছে একেবারেই অন্য কথা। বৈশাখ মাস পড়লেও মালদা জেলায় এখনও দেখা যায়নি আমের খেলা। অথচ মালদা জেলাতে বিক্রি হচ্ছে দক্ষিণ ভারতের বেশকিছু প্রশিদ্ধ আম।

বৈশাখ মাসে মালদা জেলাতে পাওয়া যায় বৈশাখী গুটি, গোলাপভোগ আম। কিন্তু সেখানেই বিকোচ্ছে এবার দক্ষিণ ভারতের বাঙ্গানপল্লি, গোলাপখাস, তোতাপুরী ইত্যাদি। শুধু আম বিক্রি হচ্ছে না, তার দাম রয়েছে আকাশছোঁয়া। হাত দিতে গেলেই পকেট পুড়বে আপনার।

বিক্রেতারা জানাচ্ছে জেলার বিশেষ পরিচিত বিভিন্ন প্রজাতির যে আমগুলি আছে, সেগুলি আরও বেশ কিছুটা সময় লাগবে আসতে। বর্তমানে দক্ষিণ ভারতের এই আমগুলি বিক্রি হচ্ছে ১৮০ টাকা থেকে ২০০ টাকা প্রতি কিলোতে। আর তাতেই নাজেহাল জেলার বাসিন্দা। মালদার নিজস্ব প্রশিদ্ধ আমগুলির মধ্যে রয়েছে ফজলি, ল্যাংড়া, হিমসাগর, মল্লিকা, আম্রপালি ইত্যাদি।

এই প্রসঙ্গে ইংরেজবাজারের একজন বাসিন্দা জানিয়েছেন, বছরের প্রথম মরশুমে আম খেতে সকলেরই ভালো লাগে। কিন্তু মালদা জেলায় বিক্রি হচ্ছে দক্ষিণ ভারত থেকে আসা আম। যার দাম আকাশছোঁয়া। জেলার উদ্যানপালন আধিকারিকের তরফে জানানো হয়েছে, মালদার আম বরাবর একটু দেরীতেই বাজারে আসে। এপ্রিলের শেষ বা মে মাসের শুরু। আম পাকতে সময় লাগে।

ছাড়াও আবহাওয়াও নির্ভর করে। আবহাওয়াজনিত কারণে আরও বেশ খানিকটা সময় লাগবে আমগুলি বাজারে আসতে। দক্ষিণ ভারতের আবহাওয়ার কারণে আম পেকে গেছে এবং তাড়াতাড়ি তা বাজারে চলে এসেছে। এই প্রসঙ্গে এক ফল বিক্রেতা জানিয়েছেন, বর্তমানে বিক্রি করতে হচ্ছে অন্ধপ্রদেশের আম। তার উপরে ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। সব মিলিয়ে আমের দাম আকাশছোঁয়া। যা জেলার বাসিন্দাদের মুখে রোচেনা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?