অনলাইন ডেস্ক, ১০ সেপ্টেম্বর ।।করোনাজনিত পরিস্থিতিতে দেশের আর্থিক অবস্থা ভেঙে পড়েছে। চরম মন্দার জন্য কৃষকদের অবস্থাও শোচনীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকার আর্থিক হাল ফেরানোর চেষ্টা করলেও বিশেষ সাফল্য মেলেনি। এই অবস্থায় কৃষকদের জন্য বৃহস্পতিবার ই-গোপালা নামে একটি অ্যাপের সূচনা করলেন মোদি। একই সঙ্গে মৎস্যজীবীদের জন্যও একটি প্ৰকল্পের সূচনা করলেন।ই-গোপালা অ্যাপের মাধ্যমে কৃষকরা কৃষি পণ্যের বাজার সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পাবেন। একইসঙ্গে পাবেন পশু পালন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিষয়।
এই অ্যাপ কৃষকদের পক্ষে খুবই সহায়ক হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। এই অ্যাপের মাধ্যমে কৃষকরা বিভিন্ন বাজারে তাঁদের ফসলের দাম জানতে পারবেন এবং যে বাজারে শস্যের সর্বোচ্চ দাম মিলছে সেখানে পৌঁছে বিক্রি করতে পারবেন বলে প্রধানমন্ত্রীর জানিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা হল মৎস্যজীবীদের জন্য একটি প্রকল্প। এই প্রকল্পে ২০২০-২১ থেকে ২০২৫ এই পাঁচ বছরে ২০ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।
সামুদ্রিক ও আভ্যন্তরীণ সুবিধা ভিত্তিক উন্নতির জন্য ১২৩৪০ কোটি টাকা এবং পরিকাঠামোর উন্নতির জন্য আরও ৭১০ কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মৎস্য যোজনার লক্ষ্য হল ২০২৪-২৫ অর্থনৈতিক বর্ষে গোটা দেশে ৭০ লক্ষ টন মাছ উৎপাদন করা। মৎস্যজীবীরা যাতে বছরে এক লাখ কোটি টাকার পণ্য রপ্তানি করতে পারেন সে জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে মৎস্যজীবীদের আয় অনেকটাই বাড়বে। আয় বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের জীবনযাত্রার মানোন্নয়ন হবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। এই প্রকল্পে প্রত্যক্ষ-পরোক্ষভাবে ৫৫ লক্ষ মানুষ কাজ পাবেন।