অনলাইন ডেস্ক,১৯ এপ্রিল।। দেশের নয়া সেনাপ্রধান নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। দেশের ২৯ তম সেনাপ্রধান হলেন মনোজ পান্ডে।সোমবার প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে “সরকার সিদ্ধান্ত নিয়েছে লেফটেন্যান্ট মনোজ পান্ডেকে দেশের নয়া সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হবে”
৩০ এপ্রিল অবসর নেবেন বর্তমান সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে ( এম এম নারাভানে)। তাঁর স্থলাভিষিক্ত হবেন মনোজ পান্ডে। মনোজ পান্ডে হবেন প্রথম সেনাপ্রধান যিনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন।
২৯ তম সেনাপ্রধান, পান্ডে কর্পস অফ ইঞ্জিনিয়ার্সের প্রথম অফিসার যিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার নিতে চলেছেন। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (এন ডি এ) প্রাক্তনী লেফটেন্যান্ট জেনারেল পান্ডে ১৯৮২ সালে কর্পস অফ ইঞ্জিনিয়ার্সে অফিসার হিসেবে প্রথম কমিশন পান।৩০এপ্রিল সেনাপ্রধান হিসেবে নারাভানের নিজের ২৮ মাসের কার্যকালের মেয়াদ শেষ হবে আগামী ৩০ এপ্রিল।
General MM Naravane #COAS & All Ranks of #IndianArmy congratulate Lieutenant General Manoj Pande #VCOAS on being appointed as the 29th Chief of the Army Staff #COAS of the #IndianArmy. Lt Gen Manoj Pande will assume the appointment of #COAS on 01 May 2022.#InStrideWithTheFuture pic.twitter.com/fiUpc29U2A
— ADG PI – INDIAN ARMY (@adgpi) April 18, 2022
লেফটেন্যান্ট জেনারেল পান্ডে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পল্লানওয়ালা সেক্টরে অপারেশন প্যারাক্রমের সময় ইঞ্জিনিয়ার রেজিমেন্টের নেতৃত্ব দেন। নিজের ৩৯ বছরের সামরিক কর্মজীবনে, লেফটেন্যান্ট জেনারেল পান্ডে ওয়েস্টার্ন থিয়েটারে ইঞ্জিনিয়ারিং ব্রিগেডকে নেতৃত্ব দেন। লাদাখ সেক্টরে মাউন্টেনিয়ারিং বিভাগ এবং উত্তর-পূর্বে কর্পসকে নেতৃত্ব দেন। ইস্টার্ন কমান্ডের দায়িত্ব নেওয়ার আগে তিনি আন্দামান ও নিকোবর কমান্ডের কমান্ডার-ইন-চিফ ছিলেন।জম্মু-কাশ্মীরের পাল্লানওয়াল সেক্টরে অপারেশন পরাক্রমের সময় লেফটেন্যান্ট জেনারেল পান্ডের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।