শক্তিশালী মেগীর প্রভাবে প্রবল বৃষ্টি ও বাতাসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফিলিপাইনে

অনলাইন ডেস্ক, ১২এপ্রিল।।মৌসুমি ঝড় মেগির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ফিলিপাইনে অন্তত ২৫ জন মারা গেছেন। মঙ্গলবারও পূর্ব ও দক্ষিণ উপকূলীয় অঞ্চলগুলোতে আটকে পড়া লোকদের সরিয়ে আনতে লড়াই করছে উদ্ধারকর্মীরা।

মেগি— স্থানীয় ভাষায় আগাটন, গত রবিবার ঘণ্টায় ৬৫ কিলোমিটার (৪০ মাইল) গতিবেগে দ্বীপপুঞ্জটির ওপর আঘাত হানে।

এই ঝড় পূর্ব উপকূলে আছড়ে পড়ায় ১৩ হাজারেরও বেশি মানুষ পালিয়ে উচ্চ স্থলে আশ্রয় নিয়েছে।

প্রবল বৃষ্টি ও বাতাসে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। বন্যায় বাড়িঘর ও খেত প্লাবিত হয়েছে। গ্রামে দেখা দিয়েছে ভূমিধস।

চলতি বছরে এটিই দেশটিতে প্রথম ক্রান্তীয় ঝড়। ফিলিপাইনে প্রতি বছর গড়ে ২০টি এই ধরনের ঝড় হয়। গত ডিসেম্বরে শক্তিশালী টাইফুনের পর এবারই প্রথম মেগির কবলে পড়ল দেশটি।

 

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?