অনলাইন ডেস্ক, ১১ এপ্রিল।।রাত পোহালেই বালিগঞ্জ- আসানসোলের উপ নির্বাচন। সরগরম রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই জোরকদমে প্রচার সারতে দেখা গিয়েছে বালিগঞ্জ উপ নির্বাচনের প্রার্থী বাবুল সুপ্রিয় ও আসানসোলের নির্বাচনের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে। প্রচারে ব্যাপক সাড়া মিলেছে মানুষের। বাবুল সুপ্রিয়’ জনসমর্থনে প্রচার সারতে দেখা গিয়েছে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
তবে এই দুই প্রার্থী একদা পদ্ম শিবিরে ছিলেন। পরেই বাবুল সুপ্রিয় ও শত্রুঘ্ন সিনহা তৃণমূলে যোগ দেন। বালিগঞ্জ ও আসানসোলে উপ-নির্বাচনে প্রার্থী হতে পেরে দুজনেই তৃণমূল নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান।
এদিকে ভোট শুরু হওয়ার আগে শেষ লগ্নে এদিন সকাল থেকেই দফায় দফায় বৈঠক করে সেরে চলেছেন বাবুল- শত্রুঘ্নরা।
আসানসোল লোকসভা কেন্দ্রে কোনওদিনই জয় করতে পারেনি তৃণমূল কংগ্রেস। বামেদের থেকে বিজেপি নিয়েছে এই আসন। দোলা সেন, মুনমুন সেনের মতো দুই প্রার্থীই দুবার বিজেপিতে থাকাকালীন বাবুল সুপ্রিয়োর কাছে হেরে গিয়েছেন। এবার অবশ্য বাবুল সুপ্রিয় বিজেপির বিরুদ্ধেই লড়বেন বালিগঞ্জ উপানির্বাচন থেকে। এবং তাঁর ছেড়ে যাওয়া আসনে তৃণমূলের হয়ে বিজেপির বিরুদ্ধে লড়বেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।