অনলাইন ডেস্ক, ৮ এপ্রিল।। প্রায় তিন দশকের মধ্যে নতুন গান নিয়ে এলো পৃথিবী বিখ্যাত উন্মাদনা ছড়ানো ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’। নতুন এই গানের মাধ্যমে রাশিয়ার হামলার শিকার ইউক্রেন ও সেই দেশের মানুষের প্রতি সংহতি জানায় রক ব্যান্ডটি।
অনেক দিন ধরেই নতুন গান থেকে দূরে সত্তর পার হওয়া ব্যান্ডটি। ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় মানবিক কারণে দীর্ঘ দিন পর নতুন গান নিয়ে এলো বিশ্বের প্রভাবশালী গানের দলটি।
শুক্রবার (৮ এপ্রিল) মধ্যরাতে পিংক ফ্লয়েডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি স্ট্রিমিং হয়েছে। গানের শিরোনাম ‘হেই, রাইজ আপ’ (জেগে ওঠো)। তবে গানটিতে কণ্ঠ দিয়েছেন ইউক্রেনের ব্যান্ড ‘বুমবক্স’ এর প্রধান ভোকাল আন্দ্রি ক্লেভনিউখ।
পিংক ফ্লয়েডের গিটারিস্ট ও ভোকাল ডেভিড গিলমোর গণমাধ্যমকে জানিয়েছেন, গানটিতে যিনি কণ্ঠ দিয়েছেন, তিনি কিয়েভে প্রতিরক্ষা বাহিনীর হয়ে কাজ করছেন। ইউক্রেনের উপর রাশিয়ান হামলার সময় তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যে ভিডিওতে ইউক্রেনের রাজধানী ছিলো জনশূন্য। জনবহুল সোফিয়া স্কয়ার ছিলো জনমানবহীন। এই ভিডিও দেখেই পিংক ফ্লয়েড নতুন একটি গান তৈরির অনুপ্রেরণা পায়।
স্বাধীন, শান্তিপূর্ণ দেশের ওপর কোনো পরাশক্তি চাইলেই এই সময়ে এসে উন্মাদের মতো অন্যায় আক্রমণ করতে পারে? আজকের পৃথিবীতে এসে এমন অন্যায় মেনে নেয়া কঠিন। যে ভাবনা আমাদের মুহূর্তে মুহূর্তে হতাশ করছিল। সেই ভাবনা থেকেই গানটি করার উদ্যোগ। এমনটাই জানান গিলমোর।
‘জেগে ওঠো’ শিরোনামে গানটি নিজেই লিখেছেন গিলমোর। ব্যান্ডের বাকি সদস্যদের সঙ্গে আলাপ করে আন্দ্রি ক্লেভনিউখ দিয়েই গানটি গাওয়ানোর সিদ্ধান্ত নেন। যুদ্ধের ময়দান থেকেই আন্দ্রি এই গানটি রেকর্ড করে পাঠান বলে জানানো হয় পিঙ্ক ফ্লয়েড থেকে।
পিঙ্ক ফ্লয়েডের এই সদস্য জানান, তাদের যুদ্ধবিরোধী নতুন গানটি থেকে যা আয় আসবে, সবই ইউক্রেনে মানবিক সহায়তায় খরচ করা হবে।