অনলাইন ডেস্ক,৭এপ্রিল।। বায়ার্ন মিউনিখের সুনাম আছে, প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার। কিন্তু তিন বছরেরও বেশি সময় পর এই প্রথম জালের দেখা পায়নি বাভারিয়ানরা।
চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে ভিয়ারিয়ালের মাঠে নিজেদের ছায়া হয়েই ছিলেন বায়ার্নের গোলমেশিন রবার্ট লেওয়ানদভস্কি-টমাস মুলার-সের্গে নাব্রিরা। জার্মান জায়ান্টদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে উনাই এমেরির শিষ্যরা।
বায়ার্নের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ফিরতি লেগ জিতে রূপকথা লিখতে পারবে তো ভিয়ারিয়াল? অবশ্য প্রথম লেগেই বাভারিয়ানদের এক ঐতিহাসিক যাত্রা থামিয়ে দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
এর আগে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন শেষবার গোলহীন ছিল লিভারপুলের বিপক্ষে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে অলরেডদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল জার্মান চ্যাম্পিয়নরা। এর ঠিক ৩০ ম্যাচ পর ভিয়ারিলের মাঠে গোল করতে ব্যর্থ হলো বায়ার্ন। আর এর মাঝখানে ১০১ গোল করেছে তারা।
আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২১-২২ মৌসুমে দ্বিতীয়বারের মতো গোলহীন থাকল বায়ার্ন। গত অক্টোবরে জার্মান কাপে বরুশিয়া মনশেনগ্লাডবাচের বিপক্ষে ৫-০ গোলে হেরছিল বাভারিয়ানরা।