তপশিলীজাতি কল্যাণ দপ্তর ছাত্রাবাস ও ছাত্রীনিবাসগুলির সংস্কার করার উদ্যোগ নিয়েছে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ এপ্রিল।। রাজ্য সরকার তপশিলীজাতি কল্যাণ দপ্তর পরিচালিত রাজ্যের সমস্ত ছাত্রাবাস ও ছাত্রীনিবাসগুলির সংস্কার এবং আধুনিকিকরণের উদ্যোগ নিয়েছে। হোস্টেলগুলিতে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা দৃঢ়ভাবে মেনে চললে বর্তমান প্রজন্মের তপশিলীজাতি অংশের ছাত্রছাত্রীরা উপকৃত হবে।

তপশিলীজাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস আজ গোর্খাবস্তিস্থিত জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে তপশিলীজাতি কল্যাণ দপ্তরের অধীন বিভিন্ন ছাত্রাবাস, ছাত্রীনিবাস, প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা এবং স্পেশাল সেন্ট্রাল অ্যাসিসটেন্ট টু সিডিউলকাষ্ট সাব প্ল্যান এই তিনটি প্রকল্পের পর্যালোচনা বৈঠকে প্রধান অতিথির ভাষণে এই কথা বলেন। বৈঠকে আলোচনার সূচনা করেন তপশিলীজাতি কল্যাণ দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা।

বৈঠকে উপস্থিত ছিলেন তপশিলীজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস, অতিরিক্ত অধিকর্তা বিপ্লব দাস, বিদ্যালয় শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা কেশব কর, গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকার স্বপন কুমার দাস, বিভিন্ন মহকুমার মহকুমা উন্নয়ন আধিকারিকগণ, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ সহ বিভিন্ন হোস্টেলের সুপারিনটেনডেন্টগণ।
পর্যালোচনা বৈঠকে আলোচনায় অংশ নিয়ে তপশিলীজাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, হোস্টেলের সুপারিনটেনডেন্টগণ হলেন আবাসিকদের অভিভাবক। তাই তাদের উচিত সর্বপ্রথমে ছাত্রছাত্রীদের নিয়মানুবর্তিতা শেখানো।

তিনি বলেন, হোস্টেলগুলিতে আরও কিভাবে ভাল পরিষেবা দেওয়া যায় সে বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সুন্দরভাবে হোস্টেল পরিচালনার জন্য সংশ্লিষ্ট এলাকার মহকুমা শাসক, মহকুমা উন্নয়ন আধিকারিক, অভিভাবকদের নিয়ে প্রতিমাসে একবার সভা করতে হবে। এই রিপোর্ট হোস্টেল সুপার তপশিলী জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে পাঠাবেন।

তিনি বলেন, হোস্টেলগুলিতে থাকা ছাত্রছাত্রীদের রেজাল্ট ভাল হলে অন্যরা উৎসাহ পাবে, হোস্টেলে ভর্তির আগ্রহ পাবে। হোস্টেলের পানীয়জল, শৌচালয় ও পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়টি হোস্টেল সুপারকে নিয়মিত তদারকি করতে হবে।

তিনি বলেন, আগামী ১৪ এপ্রিল ভারতরত্ন সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী সারা রাজ্যে পালনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তপশিলীজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস বৈঠকে জানান, কেন্দ্রীয় সরকারের সামাজিকন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রক গোমতী জেলায় রাঙ্গামাটি এসসি গার্লস হোস্টেল, দক্ষিণ জেলার হরিনা এসসি গার্লস হোস্টেল এবং ঊনকোটি জেলার পাবিয়াছড়া এসসি গার্লস হোস্টেল নির্মাণের মঞ্জুরী দিয়েছে।

এছাড়া পশ্চিম জেলার বিনোদিনী এসসি গার্লস হোস্টেল, দক্ষিণ জেলার শান্তিরবাজার এসসি গার্লস হোস্টেল, খোয়াই জেলার উত্তর ঘিলাতলী এসসি গার্লস হোস্টেল এবং ঊনকোটি জেলার রাংরুং থাই এসসি গার্লস হোস্টেল নির্মাণের জন্য এবছর কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনায় রাজ্যের ৩০টি তপশিলীজাতি অধ্যুষিত ভিলেজে পরিকাঠামো উন্নয়ন, পানীয়জল, রাস্তাঘাট, শিক্ষা সম্প্রসারণ প্রভৃতির কাজ চলছে। স্পেশাল সেন্ট্রাল অ্যাসিসটেন্ট টু সিডিউলকাস্ট সাব প্ল্যান প্রকল্পে 2022-2023 অর্থবছরে কাজ করার জন্য জেলাশাসকদের কাছ থেকে প্রস্তাব চাওয়া হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?