স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ সেপ্টেম্বর।। পশ্চিম জেলা এবং সিপাহী জলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির পক্ষ থেকে বুধবার পশ্চিম জেলার জেলা শাসকের কাছে বিভিন্ন দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷
দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সন্ত্রাসবাদি কার্যকলাপ বাস্তুচ্যুত প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করতে হবে৷ প্রতিটি উদ্বাস্তু পরিবারকে পুনর্বাসন এর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য রাজ্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠন।
সংগঠনের নেতৃবৃন্দ ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বামফ্রন্ট সরকারের আমলে উগ্রপন্থী হামলায় বাস্তুচ্যুত পরিবারগুলিকে কোন ধরনের সাহায্য করা হচ্ছে না৷ বিগত সরকারের আমলে তারা চরম অবহেলা এবং বঞ্চনার শিকার হয়েছেন৷ বর্তমান সরকারও তাদের পাশে দাঁড়াচ্ছে না বলে তারা অভিযোগের আঙুল তুলেছেন৷
অবিলম্বে পশ্চিমবঙ্গে পাহি জলা জেলার উদ্বাস্তুপরিবারগুলিক্ পুনর্বাসন এবং আর্থিক ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷তারা আরও অভিযোগ করেছেন যেসব সন্ত্রাসবাদীরা তাদের বাড়িঘর আগুনে পুড়িয়ে ছারখার করে বাস্তুচ্যুত করেছে সেই সব উগ্রপন্থীরা চাকরি চাকরি পেয়েছে, পুনর্বাসন পেয়েছে৷
অথচ যে সব পরিবার উগ্রপন্থীদের হামলায় বাস্তুচ্যুত হয়েছে তারা এখন যাযাবরের মতো জীবন যাপন করতে বাধ্য হচ্ছে৷এই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার এবং প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে সংগঠন৷