স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ এপ্রিল।। সামাজিক দায়বদ্ধতা পুরণে রক্তদানের বিকল্প নেই। রক্তদানের মাধ্যমে আমরা দেশ ও মানবিকতার কল্যাণে এগিয়ে আসতে পারি। আজ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মহারাজা বীরবিক্রম শতবার্ষিকী অডিটোরিয়ামে এন এস এস কর্তৃক আয়োজিত মেগা রক্তদান শিবির এবং অ্যান্টি ড্রাগ কর্মশালার উদ্বোধন করে একথা বলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী।
উল্লেখ্য রক্তদান শিবিরে এদিন ৭৭ জন রক্তদান করেন।
অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী বলেন, নবপ্রজন্মকে নিজের ক্যারিয়ার গড়ার পাশাপাশি একজন দায়িত্বপূর্ণ নাগরিক হিসেবেও নিজেকে তৈরি করতে হবে। এক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত প্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও বলেন, কৃত্রিম উপায়ে রক্ত উৎপাদন করা সম্ভব নয়। এজন্য রক্ত গ্রহীতাদের সম্পূর্ণভাবে দান করা রক্তের উপরই নির্ভরশীল হতে হয়। তাই ক্রীড়ামন্ত্রী অডিটোরিয়ামে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের কাছে সুযোগ মতো রক্তদান করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, রাজ্যের এন এস এস ইউনিট রক্তদান শিবির আয়োজনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে। তাই ক্রীড়ামন্ত্রী তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ক্রীড়ামন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান যুব সমাজকে যেকোন ধরণের ড্রাগের নেশা থেকে দূরে থাকতে হবে। কারণ এর ফলে নিজের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশও বিনষ্ট হয়ে যায়।
তিনি আশা প্রকাশ করেন বর্তমান রাজ্য সরকার যুব সমাজকে নেশার কবল থেকে দূরে রাখতে যে সকল পদক্ষেপগুলি গ্রহণ করছে তাতে তারা সর্বোতভাবে অংশীদার হবে। কারণ সরকারের একার পক্ষে ড্রাগ মুক্ত ত্রিপুরা গড়া সম্ভব নয়। এক্ষেত্রে রাজ্যের আপামর জনগণকে এগিয়ে আসতে হবে।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ারের ডিন অধ্যাপক সব্যসাচী দাসগুপ্ত এবং এন এস এস ইউনিটের কো-ডিনেটর রাজেশ চ্যাটার্জি, এন এস এস-এর স্টেট লিয়াসন অফিসার ড. চিত্রজিৎ ভৌমিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার পিক গঙ্গাপ্রসাদ প্রসেইন। পরে ক্রীড়ামন্ত্রী অতিথিগণ রক্তদান শিবির পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের উৎসাহ দেন।