অনলাইন ডেস্ক, ৫ এপ্রিল।। ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর এখন দেশটির পুরো দনবাস অঞ্চল দখলের ছক কষছে রাশিয়া।
পুরো দনবাসের নিয়ন্ত্রণ নিতে রাশিয়া বিপুল সংখ্যক সৈন্য জড়ো করছে বলে জানিয়েছেন দনবাসের লুহানস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান সেরহি হাইদাই।
তার দাবি, বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এ ব্যাপারে লুহানস্কের সামরিক প্রশাসনের প্রধান বলেন, হ্যাঁ আমি নিশ্চিত করতে পারি, বিপুল পরিমাণ সেনা ও যুদ্ধ সরঞ্জাম নিয়ে লুহানস্কে ঢোকার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।
তিনি আরও বলেন, গতকাল রাতে রুবিজনেতে প্রবেশের চেষ্টা করে রুশ সেনারা। কিন্তু আমাদের সেনারা তাদের প্রতিহত করে দেয়। কিন্তু আমরা এখানে বিপুল সংখ্যক রুশ সেনা দেখতে পাচ্ছি।
দনবাসের লুহানস্ক ও দোনেৎস্ক এর অর্ধেক অঞ্চল বর্তমানে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে রয়েছে। এই দুই অঞ্চলের রুশপন্থী প্রধান নেতারা জানিয়েছেন, তারা তাদের সৈন্য সংখ্যা বাড়াচ্ছেন।
লুহানস্ক এর সামরিক প্রশাসনের সেরহি হাইদাই স্বীকার করেছেন, এই অঞ্চলের যুবকদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে রুশপন্থীরা দোনেৎস্ক ও লুহানস্কে তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে।
কিন্তু তার দাবি, লুহানস্কে যাদের সেনাবাহিনীতে নেওয়া হচ্ছে তাদের সবাই অনভিজ্ঞ।