ছাত্রছাত্রীদের পুঁথিগত পড়াশুনার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মসূচির বিষয়েও খোঁজখবর রাখতে হবে : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ এপ্রিল।। জীবনে সফল হতে গেলে পড়াশুনার বাইরেও প্রতিদিনের দেশ বিদেশের পরিস্থিতি সম্পর্কে ছাত্রছাত্রীদের খোঁজখবর রাখতে হবে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ বিলোনীয়ার শচীন দেববর্মণ অডিটোরিয়ামে দক্ষিণ জেলার সাব্রুম, বিলোনীয়া ও শান্তিরবাজার কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন।

মুখ্যমন্ত্রী আজ কলেজগুলির ছাত্রছাত্রীদের নানা কথাবার্তা শুনেন এবং মতবিনিময় করেন। মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের পুঁথিগত পড়াশুনার সাথে সাথে বিভিন্ন সরকারি প্রকল্প ও সরকারের নানা উন্নয়নমুখী সিদ্ধান্ত সমূহ সম্পর্কে প্রতিনিয়ত খোঁজখবর রাখতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে নিজেকে আগে জানা, নিজেকে চেনা, নিজের মধ্যে ভালো কি গুণ আছে তার বিকাশ ঘটানো যায় তা অনুধাবন করতে হবে তবেই সাফল্য আসবে। সব সময় ইতিবাচক চিন্তা করার কথাও বলেন তিনি। নেগেটিভ চিন্তা নিজেকে নীচে নামিয়ে আনে। সন্তানের ভালো কি গুণ রয়েছে সবার আগে জানে মা। তাই মাকে সময় দিতে বলেন মুখ্যমন্ত্রী।

বিদ্যাজ্যোতি প্রকল্পের ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরার ইতিহাসে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। এই প্রথম রাজ্যের ১২৫টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় এনে সিবিএসই সিলেবাস চালু করা হচ্ছে। বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন ঘটানো হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছ নিয়োগনীতি প্রণয়নের মাধ্যমে টিপিএসসি পরীক্ষাতে বসে আজ চা শ্রমিকের ছেলেও টিসিএস অফিসার হচ্ছেন, যা ত্রিপুরায় প্রথম। সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ করা হয়েছে মহিলা স্বশক্তিকরণের জন্য।

মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় ফরেন্সিক ইউনিভার্সিটি খোলা হচ্ছে যেখানে ৩ হাজার ছাত্রছাত্রী পড়াশুনার সুযোগ পাবে। দেশ ও বিদেশের ছাত্রছাত্রীরাও এখানে পড়বে। কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হবে। মুখ্যমন্ত্রী এদিন ছাত্রছাত্রীদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ট্যুইট পড়ার অনুরোধ জানান। অনুষ্ঠানে বিধায়ক শঙ্কর রায়, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, বিলোনীয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ, দক্ষিণ জেলার পুলিশ আধিকারিক ড. কুলবন্ত সিং এবং বিলোনীয়া, সাব্রুম এবং শান্তিরবাজার কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।

উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র শর্মা স্বাগত ভাষণ দেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিলোনীয়া সার্কিট হাউস প্রাঙ্গণে পতাকা নেড়ে আজ ৫টি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেন। দক্ষিণ জেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ৫টি অ্যাম্বুলেন্স প্রত্যেকটি ৭ লক্ষ ৮৫ হাজার ৫৮৫ টাকা ব্যয় করে ক্রয় করা হয়। স্বাস্থ্য দপ্তর এবং অগ্নি নির্বাপক দপ্তরের হাতে অ্যাম্বুলেন্সগুলি তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগদীশ নম:ও উপস্থিত ছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?