আন্তোনভ বিমানবন্দর থেকে রুশ বাহিনী প্রত্যাহার

অনলাইন ডেস্ক, ২ এপ্রিল।। ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে আন্তোনভ বিমানবন্দর থেকে রুশ বাহিনী প্রত্যাহার করা হয়েছে। স্যাটেলাইট চিত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। খবর সিএনএন।

কিয়েভ থেকে মাত্র ১৮ মাইল উত্তর-পশ্চিমে হোস্টোমেলে অবস্থিত আন্তোনোভ বিমানবন্দর। এলাকাটিকে আক্ষরিক অর্থে ক্ষত-বিক্ষত করেছিল রুশ বাহিনী।

এখন ম্যাক্সার টেকনোলজিসের নতুন স্যাটেলাইট চিত্র দেখলে মনে হবে, রুশ বাহিনীরা ‘হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে’।

বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন, রুশ সামরিক বাহিনী সম্ভবত বিমানবন্দর ছেড়ে গেছে। ম্যাক্সার থেকে পাওয়া ছবিগুলো তা নিশ্চিত করেছে।

এর আগে স্যাটেলাইট চিত্রে বিমানবন্দরের চারপাশে রুশ সামরিক যান এবং আর্টিলারি অবস্থানসহ প্রতিরক্ষামূলক ব্যুহ দেখা যায়। এখন মাটির তৈরি প্রতিরক্ষা ব্যুহ থাকলেও রুশ সেনাদের উপস্থিতি নেই।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের শুরুতে আন্তোনভ বিমানবন্দর দখলে নেওয়া ছিল রাশিয়ার প্রথম বড় বিজয়। ইউক্রেন ঘাঁটির ওপর অতর্কিত হামলা চালায় তারা। সেখানে তীব্র অগ্নিসংযোগ প্রত্যক্ষ করেছে বলেও জানায় সিএনএন।

এ বিমানবন্দরে রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে যায় বিশ্বের সবচেয়ে বড় বিমান আন্তোনভ-২২৫ বা মৃয়া।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?