অনলাইন ডেস্ক,১এপ্রিল।। ‘ফাস্ট অ্যান্ড সিকিওরড ট্রান্সমিশন অফ ইলেকট্রনিক রেকর্ডস’ (ফাস্টার) চালু করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমানা। বৃহস্পতিবার এই সফটওয়্যার চালু করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
‘ফাস্টার’ এমন একটি সফটওয়্যার যাতে দ্রুত এবং নিরাপদ ইলেকট্রনিক মোডের মাধ্যমে আদালতের আদেশ প্রেরণ করা সম্ভব। গত জুলাইতে প্রথম ফাস্টারের বিষয়টি প্রকাশ্যে আসে।
প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট জেলবন্দিদের মুক্তির নির্দেশ দেওয়ার তিনদিন পরে সেই সংক্রান্ত নথিপত্র জেলকর্তৃপক্ষের হাতে পৌঁছায়। এর জেরে গোটা প্রক্রিয়াটাই দেরি হয়। বন্দির মুক্তির নির্দেশের শংসাপত্র জেল কর্তৃপক্ষের হাতে দেরিতে পৌঁছনোর কারণে বন্দির মুক্তিও পিছিয়ে যায়। এবার এই প্রক্রিয়া চালুর ফলে দ্রুত নিষ্পত্তি হবে মামলা।
ফাস্টারের কাজই হবে বন্দি মুক্তি সংক্রান্ত কোনও তথ্য সুপ্রিম কোর্ট বা দেশের অন্য কোনও আদালতে পাস হলে দ্রুততার সঙ্গে নিরাপদ উপায়ে তা সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া। বন্দি মুক্তির শংসাপত্র, জামিনের মামলায় অতি সুরক্ষিত ও গোপনীয়তার মাধ্যমে শীর্ষ আদালতের আধিকারিকদের ডিজিটালি স্বাক্ষর থাকবে। সেই তথ্য ফাস্টার সরবরাহ করবে। অতি সুরক্ষিত ও নিরাপদ একটি সফটওয়্যার হল ফাস্টার। যা আইনের গোপনীয়তা বজায় রাখবে। বিষয়টি সুরক্ষিত রাখতে, এই সমস্ত তথ্য শুধুমাত্র ঊর্ধ্বতন কর্তাদের ই-মেল-এ পাঠানো হবে।
ফাস্টারের কাজ দেখভালের জন্য নিয়োজিত থাকবে হাইকোর্ট স্তরের ৭৩ জন নোডাল অফিসার। ইতিমধ্যে ফাস্টারে নথিভুক্ত হয়েছে মোট ১,৮৮৭ টি ইমেল আইডি। আদালতের নোডাল অফিসার সহ শীর্ষকর্তাদের ইমেল আইডি ফাস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
‘ফাস্টার’-এর কনসেপ্টটি অনেকটা সংবাদপত্রের মতো। যেমন পড়ার পরে সব সংবাদ সম্পর্কে দ্রুত ও বিস্তারিত একটি ধারণা পাওয়া যায় অনেকটা সেই রকম।