অনলাইন ডেস্ক,১এপ্রিল।। ডারবান টেস্টের প্রথম দিন ব্যাট-বলের লড়াই ছাপিয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠল কারিগরি সমস্যা ও আলোকস্বল্পতা। পুরো দিনে খেলা হলো ৭৬.৫ ওভার। তাতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ২৩৩ রান।
বলা যায়, স্বস্তিতে দিন পার করেছে প্রোটিয়ারা। তবে প্রথমদিনে জমজমাট লড়াই করেছে বাংলাদেশ। শেষ ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করে স্বাগতিকেরা। কাইল ভেরেইনে (২৭) ও টেম্বা বাভুমা (৫৩) অপরাজিত ৫৩ রানের জুটি গড়ে দিনের বাকি সময় সামাল দেন।
কিংসমিডে টসে জিতে দ. আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। দুপুর ২টায় প্রথম বল হওয়ার কথা। সে অনুযায়ী মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সাইটস্ক্রিনে সমস্যা দেখা দেওয়ায় ফের ড্রেসিংরুমে ফিরতে হয় তাদের। ম্যাচ শুরু হয় ৩৫ মিনিট পর।
তবে ডারবানের হালকা ঘাসের উইকেটের ফায়দাটা লুটতে পারেনি বাংলাদেশ। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে তাদের ঝুলি ছিল উইকেট শূন্য। তবে দলের একমাত্র স্পিনার মেহেদি হাসান মিরাজের বলে উইকেটরক্ষক লিটন দাস সুযোগ পেয়েছিলেন ওপেনার সারেল এরউইকে গ্লাভসবন্দী করার।
সেই ক্যাচ হাতছাড়া করার প্রতিদান ঠিকই দিয়েছে টাইগাররা। অধিনায়ক ডিন এলগারকে নিয়ে দলকে শতক পেরোনো জুটি এনে দেন এরউই। দ্বিতীয় সেশনে ভাঙে প্রোটিয়াদের ওপেনিং জুটি। পেসার খালেদ আহমেদের বলে এলগারকে তালুবন্দী করেন লিটন। প্রথম সেশনেই ফিফটির দেখা পান দ. আফ্রিকান ওপেনার। তার ১০১ বলে ৬৭ রানের ইনিংসটি সাজানো ছিল ১১ চারে।
এলগারের বিদায়ের পর বেশিক্ষণ দাঁড়াতে পারেননি এরউইও। ব্যক্তিগত ৪১ রানে মিরাজের হাতে বোল্ড হন তিনি। এরপর টাইগার স্পিনার দুর্দান্ত থ্রোয়ে রানআউট করে ফেরান কিগান পিটারসেনকে (১৯)। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকেরা।
এরপর দলের হাল ধরেন বাভুমা। চা বিরতির পর রায়ান রিকেলটনকে (২১) ফেরান এবাদত হোসেন। তবে দিনের বাকি সময় আর কোনো উইকেট পড়তে দেননি বাভুমা ও উইকেটরক্ষক ভেরেইনে। অবশ্য তৃতীয় সেশনের বাকি সময়টুকুতে আলোকস্বল্পতার কারণে ম্যাচ কিছুক্ষণ স্থগিত থাকার পর দিনের খেলা সমাপ্তির ঘোষণা দেন আম্পায়ার।
দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে নেই তামিম ইকবাল। ডারবান টেস্ট দিয়ে দীর্ঘ ১১ মাস পর সাদা পোশাকের ক্রিকেটে ফেরার কথা টাইগার ওপেনারের। কিন্তু অসুস্থতার কারণে খেলা হচ্ছে না তার। সকাল থেকে পেটের পীড়ায় ভুগছেন তামিম। ৩৩ বছর বয়সী ব্যাটার না থাকায় বাংলাদেশের একাদশে ঢুকেছেন সাদমান ইসলাম।
অন্যদিকে টানা খেলা ও ছোটখাটো চোটের কারণে শরিফুল ইসলামকে খেলানোর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ড সফরে দুই টেস্ট ও দ. আফ্রিকার মাটিতে তিন ওয়ানডে সিরিজ খেলেছেন এই পেসার। তার পরিবর্তে ডারবান টেস্টের একাদশে খেলছেন পেসার খালেদ আহমেদ।