অনলাইন ডেস্ক, ৩১ মার্চ।। ব্রিটিশ-আইরিশ বয় ব্যান্ড ‘দ্য ওয়ান্টেড’-এর অন্যতম সদস্য টম পার্কার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৩ বছর। তিনি ব্রেইন ক্যানসারে আক্রান্ত ছিলেন। ইনস্টাগ্রামে টম পার্কারের স্ত্রী কেলসি খবরটি নিশ্চিত করে লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে টম চলে গেছে পুরো পরিবারকে ছেড়ে।
আমাদের হৃদয় ভেঙে গেছে। টম আমাদের পৃথিবীর কেন্দ্র ছিল। তাকে ছাড়া, তার হাসি ছাড়া, প্রাণবন্ত উপস্থিতি ছাড়া জীবন কীভাবে চলবে তা ভাবতে পারছি না। ’
‘দ্য ওয়ান্টেড’ ব্যান্ডের ভোকাল ছিলেন টম পার্কার। ২০০৯ সালে তৈরি হয়েছিল এই বয়-ব্যান্ড। ‘অল টাইম লো’, ‘গ্ল্যাড ইউ কেম’-এর মতো সুপারহিট গান সংগীত প্রেমীদের উপহার দিয়েছে এই ব্যান্ড। ২০১৪ সালে ভেঙে যায় ‘দ্য ওয়ান্টেড’। তবে ২০২১ সালে ফের একবার ক্যানসার রোগীদের জন্য অর্থ সংগ্রহে এক জোট হয় ‘দ্য ওয়ান্টেড’। সেপ্টেম্বর মাসে লন্ডনে বিখ্যাত রয়্যাল অ্যালবার্ট হলে কনসার্টও করেন তারা।
২০২০ সালের অক্টোবর মাসে ব্রেইন ক্যানসার ধরা পড়ে টম পার্কারের। এরপর চিকিৎসা শুরু হলেও খুব বেশি আশার আলো দেখতে পাননি চিকিৎসকরা। টমের মৃত্যুতে শোকের ছায়া সংগীত দুনিয়ায়, শোকস্তব্ধ ‘দ্য ওয়ান্টেড’ ব্যান্ডের অনুরাগীরাও।