অনলাইন ডেস্ক, ৩১ মার্চ।। নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে দানি ওয়াটের দুর্দান্ত সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ১৩৭ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ মেয়েরা।
ক্রাইস্টচার্চে ওপেনার ওয়াট পাঁচবার জীবন পেয়ে ১২৫ বলে খেলেন ১২৯ রানের ইনিংস। তার সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৯৩ রানের লড়াকু সংগ্রহ পায় ইংল্যান্ড।
পঞ্চম উইকেটে সোফিয়া ডাংকলির (৬০) সঙ্গে ১১৬ রানের জুটি গড়েন ওয়াট। শেষদিকে ১১ বলে ২৪ রানের ক্যামিও খেলেন সোফি একলেসটোন।
২৯৪ রানের লক্ষ্য তাড়া করে জিততে হলো রেকর্ড গড়তে হতো দ. আফ্রিকাকে। মেয়েদের আন্তর্জাতিক ওয়ানডেতে এত বেশি রান তাড়া করে জিততে পারেনি কোনো দল।
রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় প্রোটিয়া মেয়েরা। শুরুতেই বিদায় নেন দুই বিধ্বংসী ব্যাটার লওরা ভলভারডট ও লিজেলে লি। দুই ওপেনারকে ফেরান আনিয়া শ্রুবসোল। দলীয় ৮ রানে ২ উইকেট হারায় দ. আফ্রিকা।
এরপর স্পিনার একলেসটোনের ঘূর্ণি গুঁড়িয়ে দেয় প্রোটিয়াদের মিডল ও লোয়ার-অর্ডারদের। ৩৮ ওভারে ১৫৬ রানে থামে দ. আফ্রিকা। তাতেই বড় জয়ে ফাইনাল নিশ্চিত হয় ইংল্যান্ডের। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ফাইফার পেলেন একলেসটোন।
২০১৭ সালেও সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে হেরেছিল দ. আফ্রিকার মেয়েরা। আসরের শুরুতে প্রথম তিন ম্যাচ হারলেও টানা পাঁচ জয়ে ফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড।
রবিবার হ্যাগলি ওভালের ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংলিশরা।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ২৯৩/৮ (৫০ ওভার): ওয়াট ১২৯, ডাংকলি ৬০; ইসমাইল ৩/৪৬
দক্ষিণ আফ্রিকা ১৫৬ (৩৮ ওভার): ডু প্রিজ ৩০; একলেসটোন ৬/৩৬, শ্রুবসোল ২/২৭