অনলাইন ডেস্ক, ৩১ মার্চ।। হোয়াইট হাউসের মুখপাত্র কেট বেডিংফিল্ড বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করছেন ‘দেশের সামরিক বাহিনী দ্বারা বিভ্রান্ত হয়েছেন’ তিনি। এর ফলে ‘পুতিন ও সামরিক নেতৃত্বের মধ্যে ক্রমাগত উত্তেজনা’ সৃষ্টি হয়েছে। খবর বিবিসি।
কেট বলেন, পুতিনের যুদ্ধ একটি কৌশলগত ভুল। যা রাশিয়াকে দীর্ঘ মেয়াদে দুর্বল ও বিশ্ব মঞ্চে ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্ন করে রেখেছে।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি হোয়াইট হাউসের এ মূল্যায়নকে ‘অস্বস্তিকর’ বলে উল্লেখ করেন। শান্তি আলোচনার ক্ষেত্রে এর প্রভাব ফেলবে বলেও মনে করেননি তিনি। পুতিনের প্রচেষ্টাকে ‘কম বিশ্বস্ত’ বলেও উল্লেখ করেন।
এ দিকে যুক্তরাজ্যের সাইবার-গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ-এর প্রধান জেরেমি ফ্লেমিং বলেছেন, রাশিয়া ‘পরিস্থিতি সম্পর্কে ব্যাপকভাবে ভুল ধারণা করেছে’ এবং অনেক কিছু ‘উল্লেখযোগ্যভাবে পুনর্বিবেচনা’ করতে বাধ্য হয়েছে।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় ফ্লেমিং বলেন, বিপর্যস্ত রাশিয়ান সৈন্যরা তাদের নিজস্ব সরঞ্জাম ধ্বংস করেছে এবং দুর্ঘটনাক্রমে নিজেদের বিমানে গুলি করেছে।
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুঁশিয়ারি ও নিষেধাজ্ঞার মুখে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এরপর একাধিক বড় শহর দখল করে নেয় নেয় রুশ বাহিনী। কিন্তু রাজধানী কিয়েভ ও মারিউপোলের মতো কিছু কিছু শহরে থমকে যেতে হয়।