সত্যনিষ্ঠ কালচারাল সোসাইটি যে ধরনের কাজ করে যাচ্ছে তা প্রশংসার যোগ্য : সমবায় মন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ মার্চ।। নবীন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তর সারা বছরব্যাপী রাজ্যের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক কর্মশালার আয়োজন করে থাকে। গত ৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সদর মহকুমার আনন্দনগরে ৫টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই ধরনের একটি সাংস্কৃতিক কর্মশালার আয়োজন করা হয়। মোট ১৩০ জন ছাত্রছাত্রীকে রবীন্দ্র, দেশাত্মবোধক সংগীতের পাশাপাশি জনজাতি ও বাঙালি লোকনৃত্যর প্রশিক্ষণ দেওয়া হয়। পশ্চিম ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এবং সত্যনিষ্ঠ কারচারাল সোসাইটির সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

আজ ড. বি আর আম্বেদকর ইংলিশ মডেল স্কুলে এই কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হয়। সমাপ্তি অনুষ্ঠানের উদ্বোধন করে সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, এই ধরনের কর্মশালার উদ্দেশ্য হলো রাজ্যের বিভিন্ন জায়গায় যে সব প্রতিভা রয়েছে তাদের সঠিক সুযোগ সৃষ্টির মাধ্যমে প্রতিভার স্ফুরণ ঘটানো। তিনি আশা প্রকাশ করেন এই কর্মশালায় যেসব ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে তারা আগামীদিনে রাজ্যে তথ্য বহিরাজ্যে নিজের এবং রাজ্যের জন্য সুনাম অর্জন করবে। তিনি আরও বলেন, সত্যনিষ্ঠ কালচারাল সোসাইটি যে ধরনের কাজ করে যাচ্ছে তা প্রশংসার যোগ্য। তিনি আশা প্রকাশ করেন আগামীদিনেও এই সংস্থা তাদের এই ধরনের কর্মকান্ড বজায় রাখবে।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস বলেন, সমাজের বিভিন্ন জটিল সমস্যা নিরসনে সত্যনিষ্ঠ কালচারাল অর্গানাইজেশন প্রথম থেকেই কাজ করে আসছে। তিনি বলেন, কোভিডের সময় এই সংস্থা প্রশংসনীয় কাজ করেছে এবং স্থানীয় মানুষদের কল্যাণে সব সময়ই এগিয়ে এসেছে।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, সদর মহকুমার মহকুমা শাসক অসীম সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস বলেন, রাজ্যের সাংস্কৃতিক পরিমন্ডলকে সমৃদ্ধ করতে এই ধরনের সাংস্কৃতিক কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকুমার সরকার এবং ড. বি আর আম্বেদকর ইংলিশ মডেল স্কুলের প্রধান শিক্ষক অজিত কুমার ঘোষ, পশ্চিম ত্রিপুরা জেলার তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহঅধিকর্তা অমৃত দেববর্মা প্রমুখ।

উল্লেখ্য, ড. বি আর আম্বেদকর ইংলিশ মডেল স্কুল, আনন্দনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়, শ্যামাপ্রসাদ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কবি সুকান্ত উচ্চবিদ্যালয়, বিবেকানন্দ মেমোরিয়াল স্কুলের ছাত্রছাত্রীরা এই কর্মশালায় অংশগ্রহণ করে। তাদের সত্যনিষ্ঠ কালচারাল সোসাইটির শিল্পীবৃন্দ প্রশিক্ষণ প্রদান করেন। সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী ও বিদ্যালয়কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?