ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ঝুলন গোস্বামী

অনলাইন ডেস্ক, ২৯ মার্চ।। চলতি মহিলা বিশ্বকাপের মরণ বাচনের লড়াইয়ে চোটের কারণে খেলতে পারেননি ঝুলন গোস্বামী। দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

যেখানে দলে ঝুলন গোস্বামীর প্রয়োজনীয়তা হাড়ে হাড়ে টের পেয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী ক্রিকেটকে চির বিদায় জানাতে পারেন এমনটা মনে করছেন তার অধিনায়ক মিতালি রাজও।

চলতি বিশ্বকাপে দুটি রেকর্ড নিজের নামে অন্তর্ভুক্ত করেছেন বাংলার এই কিংবদন্তি ক্রিকেটার। এদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই উইকেট দখল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমে ক্যারিবিয়ান ক্রিকেটার আনিসা মহম্মদকে সাজঘরে ফিরে বিশ্বকাপের মঞ্চে ৪০ উইকেট দখল করলেন তিনি। আর এর সাথে সাথে ভেঙে দিলেন ৩৪ বছরের পুরানো রেকর্ড।

এতদিন বিশ্বকাপের মঞ্চে ৩৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে নিজের নাম লিখে রেখেছিলেন লিন ফুলস্টন।

তবে এবার তাকে টপকে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেট শিকারের তকমা কেড়ে নিয়েছেন বাংলার এই বিধ্বংসী পেসার।

মহিলা ক্রিকেটারদের মধ্যে ঝুলন গোস্বামীকে শচীন টেন্ডুলকারের সাথে তুলনা করা হয়ে থাকে। একটি কিংবা দুটি বিশ্বকাপ নয়, ভারতের জার্সিতে খেলেছেন পাঁচটি বিশ্বকাপ।

আপনাদের জানিয়ে রাখি, চলতি বিশ্বকাপ ছিল ঝুলন গোস্বামী ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ। ২০০৫ সালে ভারতের জার্সিতে প্রথমবারের জন্য বিশ্বকাপ খেলেছিল ঝুলন গোস্বামী।

এরপর ২০০৯, ২০১৩, ২০১৭ এবং চলতি বিশ্বকাপে খেলছেন ঝুলন গোস্বামী। মনে করা হচ্ছে ৩৯ বছর বয়সী ঝুলন গোস্বামীর এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ।

আর শেষ বিশ্বকাপেই অনন্য ইতিহাস গড়লেন চাকদা এক্সপ্রেস। তার বিদায়ে ভারতীয় ক্রিকেটে যে এক বিশাল শূন্যস্থান তৈরি হবে সে ইঙ্গিত অনেক আগেই দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?