‘আরআরআর’ দেখে অবশেষে পুষ্পাও ঝুঁকতে বাধ্য

অনলাইন ডেস্ক, ২৮ মার্চ।। এসএস রাজামৌলির ছবি ‘আরআরআর’ ২৫ মার্চ মুক্তি পেয়েছে। মুক্তির সাথে সাথে, ছবিটিও রেকর্ড উপার্জন করেছে। যা বাহুবলী ২ এর রেকর্ড ভেঙ্গে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে। ছবিটি সর্বত্রই প্রশংসিত হচ্ছে, এবার এই পর্বে যুক্ত হল ‘পুষ্প-দ্য রাইজ’ অভিনেতা আল্লু অর্জুনের নামও।

তিনি ‘আরআরআর’ দেখে ছবিটির প্রেমে পড়ে যান। আল্লু অর্জুন, ছবিটি দেখে মুগ্ধ, তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ‘RRR’ এবং পরিচালক এসএস রাজামৌলির প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, ‘আরআরআর-এর পুরো টিমকে আন্তরিক অভিনন্দন। কি চমৎকার একটি চলচ্চিত্র। ভিশনের জন্য আমাদের গর্ব এসএস রাজামৌলিকে আমার শ্রদ্ধা।’

‘ আমার ভাই রাম চরণকে নিজের ক্যারিয়ারে সেরা পারফরম্যান্স দিতে দেখে আমি গর্বিত। তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা।’ আল্লু বাকি কাস্টের প্রশংসা করে আরেকটি পোস্ট শেয়ার করেছেন এবং বলেছেন, ‘একটি দুর্দান্ত ছবি উপহার দেওয়ার জন্য জুনিয়র এনটিআর, শ্রদ্ধেয় অজয় ​​দেবগন এবং আমাদের প্রিয় আলিয়াকে অভিনন্দন।

‘আরআরআর’ গল্পটি দুই মুক্তিযোদ্ধা কোমারাম ভীম এবং আলুরি সীতারামারাজুর জীবনের উপর ভিত্তি করে তৈরি। এই চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর এবং রামচরণ। এনারা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অজয় ​​দেবগন, আলিয়া ভাট, অলিভিয়া মরিস। সামুথিরাকানি, রে স্টিভেনসন এবং অ্যালিসন ডুডিকে সহায়ক ভূমিকায় দেখা যাচ্ছে। লক্ষণীয়, বলিউডকে ছাপিয়ে সাউথ সিনেমা ইন্ডাস্ট্রি একের পর এক ধামাকাদার সিনেমা পরিবেশন করেই চলেছে। যা নিঃসন্দেহে পুরো দেশের নজর কেড়েছে। বাহুবলী থেকে শুরু করে পুষ্পা এবং এখন RRR সিনেমা বলিউডমুখী সিনেমাপ্রেমীদের মন পাল্টে ফেলছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?