৩৬ বছর পর বিশ্বকাপ নিশ্চিত করেছে কানাডা

অনলাইন ডেস্ক, ২৮ মার্চ।। জ্যামাইকাকে ৪-০ গোলে হারিয়ে ৩৬ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করেছে কানাডা। ১৯৮৬ সালের পর এবারই প্রথম বিশ্বকাপ খেলবে দেশটি।

২০২২ কাতার বিশ্বকাপের টিকিট পেতে হলে কনকাকাফ বাছাইপর্বে জ্যামাইকার বিপক্ষে ড্র করলেই চলতো কানাডার। তবে ঘরের মাঠ টরন্টোর বিএমও ফিল্ডে দাপুটে জয় নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ নিশ্চিত করল জন হার্ডম্যানের দল।

জ্যামাইকার বিপক্ষে সাইল ল্যারিন ও তাজোন বুচানানের গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় কানাডা। এরপর ৮২তম মিনিটে জুনিয়র হোইলেতের গোলে ফের ব্যবধান বাড়ায় তারা। ৮৮তম মিনিটে আদ্রিয়ান মারিয়াপ্পার আত্মঘাতী গোলে বড় হার নিশ্চিত হয় জ্যামাইকার।

কানাডাকে শেষবার বিশ্বকাপে দেখা দিয়েছিল মেক্সিকো বিশ্বকাপে। তবে সেবার তারা কোনো জয় ও গোলের দেখা না পেয়ে বিদায় নেয় গ্রুপ পর্বে সবার শেষ থেকে।

ইংলিশ কোচ হার্ডম্যানের অধীনে কানাডা নারী ফুটবল দল ২০১২ ও ২০১৬ অলিম্পিকে ব্রোঞ্জ জেতে। এরপর কানাডার পুরুষ দলের দায়িত্ব নেওয়ার প্রথম বাছাইপর্বে উত্তর আমেরিকাকে পৌঁছে দিলেন কাতার বিশ্বকাপে।

কনকাকাফ থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করল কানাডা। এই পথে আছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রও। দিনের আরেক ম্যাচে পানামাকে ৫-১ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। হন্ডুরাসকে ১-০ গোলে হারায় মেক্সিকো।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?