অনলাইন ডেস্ক, ২৮ মার্চ।। শিষ্টাচার ও সৌজন্যের বোধটাই হারিয়ে ফেলেছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কে “আনপড় গাওয়ার” বলে চরম অসৌজন্যের পরিচয় দিলেন অনুপম। কাশ্মীর ফাইলস নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সাম্প্রতিক কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুম্বইয়ের এই প্রবীণ অভিনেতার এই হেন মন্তব্য।
খুব সম্প্রতি কেজরিওয়াল বলেন কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে কাশ্মীর ফাইলসের ট্যাক্স মকুব করে চলেছে এত সময় নষ্ট না করে ছবিটি কে ইউটিউবে রিলিজ করে দিলে খরচ এবং সময় দুটোই নষ্ট হবেনা। কেজরি আরও বলেন কাশ্মীর ফাইলসের মধ্যে দিয়ে আদতে বিকৃত তথ্য তুলে ধরা হয়েছে।বিজেপি নেতাদের স্তুতি করার জন্যই কাশ্মীর ফাইলস বানানো হয়েছে। এটি আসলে একটি প্রচারমূলক ছবি।
কেজরির এই অকপট কথা মোটেও ভালো ভাবে নেননি অনুপম। তিনিও দু কথা শুনিয়েছেন। তবে তা সৌজন্যের সকল মাত্রা পেরিয়ে গিয়েছে।
যদিও সংখ্যাগরিষ্ট বিশ্লেষকদের কথায় একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোই কাশ্মীর ফাইলসের মূল উদ্দেশ্য। ১৯৯০ নাগাদ জম্মু-কাশ্মীর থেকে বিতাড়িত হন শ’য়ে শ’য়ে কাশ্মীরি পণ্ডিত। সেই ঘটনাটিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক। অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশী প্রমুখ। ইতিমধ্যেই এই ছবির টিকিট করমুক্ত হয়েছে গুজরাত, হরিয়ানা, মধ্য প্রদেশের মতো রাজ্যে। ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং।