অনলাইন ডেস্ক, ২৬ মার্চ।। ইংল্যান্ডের মতোই পতন ঠেকিয়ে দুর্দান্ত লড়াই করল ওয়েস্ট ইন্ডিজ। গ্রানাদা টেস্টের প্রথম ইনিংসে লিডও নিয়েছে ক্যারিবিয়ানরা।
লোয়ার-অর্ডারদের প্রতিরোধে ৮ উইকেটে ২৩২ রানে দ্বিতীয় দিন শেষ করেছে উইন্ডিজ। ১২৮ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল স্বাগতিকেরা।
প্রথম দিনটা একইরকম কেটেছিল ইংল্যান্ডেরও। ৯০ রানে ৮ উইকেট হারিয়ে ফেলার পর শেষ উইকেটে ৯০ রানের জুটিতে প্রথম ইনিংসে ২০৪ রানে থামে ইংলিশরা।
দ্বিতীয় দিনের শেষদিকে সফরকারী বোলারদের হতাশ করেছেন উইকেটরক্ষক জশুয়া দা সিলভা। ৫৪ রানে অপরাজিত আছেন তিনি। অষ্টম উইকেটে আলঝারি জোসেফের সঙ্গে ৪৯ রানের জুটির পর ১০ নম্বরে ব্যাটিংয়ে নামা কেমার রোচের সঙ্গে অপরাজিত ৫৫ রানের জুটি গড়েন দা সিলভা।
প্রথমদিন নতুন বলে হতাশাজনক শুরু হয়েছিল ইংল্যান্ডের। ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে মধ্যাহ্নভোজের পর ঘুরে দাঁড়ায় সফরকারীরা।
উইন্ডিজ প্রথম ইনিংসের শুরুতে বিনা উইকেটে ৫০ রান যোগ করে স্কোরবোর্ডে।
ক্রেইগ ব্রাথওয়েটকে এলবিডব্লিউ করে স্বাগতিকদের ওপেনিং জুটি ভাঙেন বেন স্টোকস। এরপর ক্রিস ওকসের তোপ। ৪৮ রানে ৩ উইকেট নেন তিনি। ২০১৭ সালের ডিসেম্বরের পর বিদেশের মাটিতে এটাই তার সেরা ফিগার।
দুই দলের তিন ম্যাচের আগের দুই টেস্ট ড্র হয়।
সংক্ষিপ্ত স্কোর
গ্রানাদা টেস্ট (দ্বিতীয় দিন)
ইংল্যান্ড ২০৪ (মাহমুদ ৪৯, লিচ ৪১*; সিলস ৩/৪০, মায়ার্স ২/১৩)
ওয়েস্ট ইন্ডিজ ২৩২/৮ (ডি সিলভা ৫৪*; ওকস ৩/৪৮)