অনলাইন ডেস্ক, ২৫ মার্চ।। তুরস্ককে হারিয়ে ২০২২ বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পথে এক পা এগিয়ে গেল পর্তুগাল। বাছাইপর্বের প্লে-অফে ক্রিস্টিয়ানো রোনালদোর খেলতে হবে উত্তর মেসেডোনিয়ার বিপক্ষে।
যে দল কিনা ইতোমধ্যে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে। ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিশ্বকাপ স্বপ্ন শেষ করে দিয়েছে মেসেডোনিয়ানরা। প্লে-অফে পর্তুগিজদের হারাতে পারলে কাতার বিশ্বকাপও নিশ্চিত তাদের।
অন্যদিকে নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলার আশা ছাড়েননি রোনালদো। তুরস্ক বাধা পেরিয়েছে তার দল। এবার উ. মেসেডোনিয়া বাধা পেরোতে পারলে কাতার বিশ্বকাপের টিকিট। যার কারণে দু’দলের কাছে ‘অলিখিত ফাইনাল’ হতে যাচ্ছে প্লে-অফের ম্যাচটি।
পর্তুগালের কোচ ফের্নান্দো সান্তোসও মনে করছেন উ. মেসেডোনিয়ার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ফাইনালের মতো। ইতোমধ্যে এক ফাইনাল জিতেছে তার দল। দ্বিতীয় ফাইনালের দিকেই সম্পূর্ণ ফোকাস এখন সান্তোসের, ‘এই ম্যাচগুলো ফাইনালের মতো। ফাইনাল সবসময় জটিল। প্রথমটা জিতেছি, এখন দ্বিতীয়টাও জিততে হবে। এর দিকেই এখন আমাদের মনোযোগ দিতে হবে।’
শক্তির বিচারে এগিয়ে থাকলেও উ. মেসিডোনিয়াকে হালকাভাবে নিচ্ছেন না পর্তুগালের কোচ, ‘এই ম্যাচ শেষ। এখন উত্তর মেসেডোনিয়ার বিপক্ষে ম্যাচের দিকে ফোকাস রাখতে হবে। নিশ্চিতভাবে ম্যাচটি কঠিন হতে যাচ্ছে। যদি তারা ইতালিকে হারাতে পারে তবে আমাদের বিপক্ষে ম্যাচটিও কঠিন হতে যাচ্ছে।’
ঘরের ক্লাব পোর্তোর মাঠে তুরস্ককে ৩-১ ব্যবধানে হারায় পর্তুগাল। এই ম্যাচে গোল পাননি পর্তুগিজদের সবচেয়ে বড় তারকা রোনালদো। তবে এই জয়কে বিশ্বকাপের পথে একধাপ এগিয়ে যাওয়া মনে করলেও এখনো অর্জনের খাতা শূন্য মনে করছেন রোনালদো।
কারণ প্লে-অফে হারলে সব স্বপ্ন শেষ হয়ে যাবে তাদের। আর উ. মেসেডোনিয়াও ইতোমধ্যে দেখিয়েছে, কীভাবে জায়ান্ট বধ করতে হয়। রোনালদোও মনে করেন, এখনো তাদের কিছুই অর্জন হয়নি।
নিজের ফেসবুক পেজে পর্তুগালের একাদশের এক ছবি পোস্ট করে সিআর সেভেন লেখেন, ‘২০২২ বিশ্বকাপের পথে আমাদের প্রথম পদক্ষেপ। এখনো কিছুই অর্জন হয়নি, কিছুই অর্জন হয়নি। আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং ফোকাস রাখতে হবে। প্রতিপক্ষকে সম্মান দেখাতে হবে। তবে সবসময় আমাদের সক্ষমতার প্রতি বিশ্বাস রাখতে হবে।’