কেন্দ্র ত্রিপুরায় দু’জন বিশেষজ্ঞ ডাক্তারকে নিযুক্ত করেছে দশদিনের জন্য

স্টাফ রিপোর্টার, আগরতলা , ৮ সেপ্টেম্বর।।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ত্রিপুরায় দু’জন বিশেষজ্ঞ ডাক্তারকে নিযুক্ত করেছে দশদিনের জন্য৷ এই দুই বিশেষজ্ঞ ডাক্তার রাজ্যে কোভিড চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয়গুলি তদারকি করবেন৷ তারা বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করবেন৷

সেইসাথে কি কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেই বিষয়ে রাজ্য সরকারের স্বাস্থ বিভাবগকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন৷ যদিও রাজ্য সরকার এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে চিঠি দিয়ে বিস্তৃত পরিস্থিতি মোকাবেলায় সহায়তা চেয়েছিল৷jযে দুজন বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক তারা হলেন, ডাঃ দেয়সি পান্না, পরামর্শদাতা এপিডেমিওলজিস্ট, ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্েন্টাল (এনসিডিসি) এবং ডঃ পি কে ভার্মা সহকারী অধ্যাপক শ্বাসকষ্টের মেডিসিন , লেজি হার্ডিঞ্জ মেমোরিয়াল কলেজ (এলএইচএমসি)৷

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও নয় জন ব্যক্তি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে মারা গিয়েছে রাজ্যে৷ মোট মৃতের সংখ্যা ১৬০৷ অন্যদিকে, ত্রিপুরা হাইকোর্টের স্থাপনা বিভাগে কর্মরত আরেক কর্মচারীর কোভিড-১৯ পজেটিভ এসেছ৷ যার ফলস্বরূপ বেশিরভাগ কর্মকর্তা ও কর্মচারীদের বাড়ির কোয়ারানটাইন ভোগ করতে বলা হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?