সেনা নামানো হলো শ্রীলঙ্কায়

অনলাইন ডেস্ক, ২৪ মার্চ।। সেনা নামানো হলো শ্রীলঙ্কায়। তেল-গ্যাসের হঠাৎ মূল্যবৃদ্ধি ও বন্টন ব্যবস্থায় সৃষ্ট বিশৃঙ্খলার মোকাবিলায় সেনা নামানোর কথা জানিয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার দেশটির সমস্ত গ্যাস স্টেশন ও পেট্রল পাম্পে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে লঙ্কান সরকার।

শ্রীলঙ্কায় ভয়াবহ বৈদেশিক মুদ্রার সংকট চলছে, যার কারণে শ্রীলঙ্কা সরকার স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটাতে বাধ্য হয়েছে। এতে তাদের খাদ্য, ওষুধ, জ্বালানির মতো আবশ্যক পণ্যগুলোর আমদানি বাধা পাচ্ছে। সংকট কাটাতে বিভিন্ন দেশ ও বিদেশি সংস্থার দ্বারস্থ হয়েছে ভারত উপমহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্রটি।

শ্রীলঙ্কার সামরিক বাহিনীর মুখপাত্র নীলান্ত প্রেমরত্নে বলেছেন, প্রতিটি পেট্রোল পাম্পে কমপক্ষে দুজন সেনা মোতায়েন করা হচ্ছে। তারা বন্টন ব্যবস্থার দেখভাল করলেও ভিড় নিয়ন্ত্রণে অংশ নেবেন না।

সরবরাহে অনিশ্চয়তার কারণে শ্রীলঙ্কান জনসাধারণের মধ্যে জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখার প্রতিযোগিতা শুরু হয়েছে, যার ফলে অনেক জায়গায় সংঘর্ষেরও খবর পাওয়া গেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?