অনলাইন ডেস্ক, ২৩ মার্চ ।। ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পল পগবা জানিয়েছেন, চুরি গেছে তার বিশ্বকাপ জয়ের মেডেল। গত সপ্তাহে চোর ঢুকে এই ফরাসি তারকার বাসায়।
গত মঙ্গলবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয় ইউনাইটেড। ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন পগবা।
ম্যাচটিতে রেড ডেভিলরা হারে ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করে অ্যাতলেতিকো। চ্যাম্পিয়নস লিগ থেকে দলের বিদায়ের শোক পালনেরও সময় পাননি পগবা।
চোর ঢুকেছে শুনে দ্রুত ঘরের দিকে ছোটেন ২৯ বছর বয়সী মিডফিল্ডার। চুরির সময় ঘরে ছিল তার দুই সন্তান ও আয়া। বাইরে ছিলেন তার স্ত্রীও। একদিকে দলের পরাজয়, অন্যদিকে বাড়িতে চুরি, পগবার জন্য রাতটি ছিল বিভীষিকাময়।
তবে কোনো ক্ষতি হয়নি তার সন্তানদের। এই ঘটনার পর লে ফিগারো’কে পগবা জানান, ‘প্রধান বিষয় হলো সন্তানরা সুস্থ আছে।’
তবে মায়ের অলংকার ও তার বিশ্বকাপ মেডেল চুরি গেছে বলে জানান পগবা, ‘চুরির মধ্যে আমার মায়ের অলংকার ও আমার বিশ্ব চ্যাম্পিয়নের মেডেলও ছিল।’
‘তবে যা আমাকে বেশি ভীত করেছিল, ঘটনার সময় আমার দুই সন্তান আয়ার সঙ্গে বাড়িতে ছিল’, যোগ করেন পগবা।
২০১৮ রাশিয়া বিশ্বকাপে মস্কোর ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জেতে ফ্রান্স। এই ম্যাচে দলের তৃতীয় গোলটি করেন পগবা।