অনলাইন ডেস্ক, ২৩ মার্চ।। গত ১৯ মার্চ (শুক্রবার) প্রথমবারের মতো ইউক্রেনে অত্যাধুনিক হাইপারসনিক ব্যালেস্টিক মিসাইল ‘কিনঝাল’ দিয়ে হামলা চালায় রাশিয়া। এর দুদিন পর সোমবারও ইউক্রেনে ভয়ানক হাইপারসনিক মিসাইল হামলা চালানো হয়। ২০১৮ সালে এই অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইল তৈরি করে। শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে হামলা চালাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। যে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে চোখের নিমেষে ফাঁকি দিতে সক্ষম ভয়ানক এই মিসাইল। এটি পরমাণু বোমা বহনেও সক্ষম। এই মিসাইল দিয়ে পরমাণু বোমা হামলাও চালানো যায়।
ফলে অনেকের মনেই এখন প্রশ্ন উঠেছে এবার কী তবে ইউক্রেনে পরমাণু হামলাও চালাবে রাশিয়ার সামরিক বাহিনী?
এর উত্তরে রাশিয়া বলছে, রাশিয়া তখনই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে যদি তার অস্তিত্ব হুমকির মুখে পড়ে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সাক্ষাৎকারে একথা বলেছেন। বুধবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না এ বিষয়ে তিনি (পেসকভ) ‘প্রত্যয়ী বা আত্মবিশ্বাসী’ কি না, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর ক্রিশ্চিয়ান আমানপোরের এমন প্রশ্নের উত্তরে দিমিত্রি পেসকভ একথা বলেন।
ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি প্রেসিডেন্ট পুতিন বিবেচনা করছেন কি না, সিএনএন এর এই প্রশ্নের জবাবে দিমিত্রি পেসকভ বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার একটি নিয়ম আছে এবং এটি সবার জন্য উন্মুক্ত। পারমাণবিক অস্ত্র ব্যবহার করার সকল কারণ আপনি সেখানে পড়তে পারেন। সেই নিয়ম অনুযায়ী আমরা অস্তিত্বের হুমকির মুখে পড়লেই শুধু পারমাণবিক অস্ত্রের ব্যবহার করব’।