অনলাইন ডেস্ক, ২৩ মার্চ।। মাত্র ২৫ বছর বয়সে পেশাদারি টেনিসকে বিদায় জানালেন নারী এককের এক নম্বর বাছাই অ্যাশলে বার্টি। তার এই হঠাৎ সিদ্ধান্তে বিস্মিত ক্রীড়া বিশ্ব।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন এই অস্ট্রেলিয়ান তারকা। জানান, ‘অন্য স্বপ্ন তাড়া করতে’ টেনিস ছাড়ছেন তিনি।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে বার্টি বলেন, ‘আমি খুবই আনন্দিত এবং প্রস্তুত। এবং এই মুহূর্তে আমার হৃদয়ের অনুধাবন, একজন ব্যক্তি হিসেবে, এটাই ঠিক।’
২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন দিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন বার্টি। এরপর থেকে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। তিনটি গ্র্যান্ড স্ল্যামের মালিক এই অস্ট্রেলিয়ান ২০২১ সালে উইম্বলডন ও ২০২২ সালে জেতেন অস্ট্রেলিয়ান ওপেন। গ্র্যান্ড স্ল্যামের মধ্যে কেবল ইউএস ওপেন অধরা রয়ে গেছে তার।
গত জানুয়ারিতে, অস্ট্রেলিয়ার ৪৪ বছরের এক অপেক্ষার ইতি টানেন তিনি। স্বাগতিক হিসেবে নারী বা পুরুষ এককে প্রথম খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন বার্টি।