অনলাইন ডেস্ক, ১ মার্চ।। এবার ভারত পে-র (BharatPe) সহ-প্রতিষ্ঠাতা আশনির গ্রোভার সংস্থা ও তার বোর্ড থেকে পদত্যাগ করলেন। সম্প্রতি তাঁর স্ত্রীকে বের করে দেওয়া হয় সংস্থা থেকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ভুয়ো চালান তৈরি করা থেকে শুরু করে ব্যক্তিগত বিউটি ট্রিটমেন্ট এবং বিদেশ ভ্রমণের জন্য সংস্থাকে বিলিং করা পর্যন্ত আর্থিক অনিয়ম করেছিলেন, ফলে আশনিরের স্ত্রী মাধুরী জৈন গ্রোভারকে বরখাস্ত করা হয়।
ভারতপে বোর্ডকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে আশনির জানান, “আমি ভারাক্রান্ত হৃদয়ে এটি লিখছি কারণ আজ আমি এমন একটি সংস্থাকে বিদায় জানাতে বাধ্য হচ্ছি যার আমি একজন অন্যতম প্রতিষ্ঠাতা। আমি আমার মাথা উঁচু করে বলছি যে আজ এই সংস্থাটি ফিনটেক বিশ্বের একটি নেতা হিসাবে দাঁড়িয়েছে।
২০২২ সালের শুরু থেকে, দুর্ভাগ্যবশত, আমি কয়েকজন ব্যক্তির দ্বারা আমার এবং আমার পরিবারের উপর ভিত্তিহীন এবং লক্ষ্যবস্তু আক্রমণে জড়িয়ে পড়েছি যারা কেবল আমাকে এবং আমার খ্যাতির ক্ষতি করতেই প্রস্তুত নয় বরং কোম্পানির সুনামও ক্ষতি করতে প্রস্তুত, যা আপাতদৃষ্টিতে তারা রক্ষা করার চেষ্টা করছে।”
তিনি আরও জানান, ভারতীয় উদ্যোক্তার মুখ হিসাবে উদযাপিত হওয়া থেকে তিনি এখন তার নিজের বিনিয়োগকারী এবং ব্যবস্থাপনার বিরুদ্ধে দীর্ঘ, একাকী লড়াই করে তার সময় নষ্ট করছেন। দুর্ভাগ্যবশত, এই যুদ্ধে, ম্যানেজমেন্ট যা আসলে ঝুঁকির মধ্যে রয়েছে তা হারিয়ে ফেলেছে – ভারতপে।
সম্প্রতি তাঁর বিরুদ্ধে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের কর্মীদের বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার এবং প্রতারণামূলক কাজের অভিযোগে আশনির গ্রোভারকে ছুটিতে পাঠানো হয়েছিল, এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন।