অনলাইন ডেস্ক, ৮ সেপ্টেম্বর।। জনপ্রিয় বিগ ব্যাশ লিগেও এবার দেখা যেতে পারে প্রাক্তন ভারতীয় তারকা যুবরাজ সিংকে। তাঁর জন্য দল খোঁজার দায়িত্ব নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। মঙ্গলবার অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্র তা দাবি করেছে।এর আগে বিগ ব্যাশ লিগে কোনও ভারতীয় পুরুষ ক্রিকেটারকে খেলার অনুমতি দেয়নি বোর্ড।
বিশেষ করে, জনপ্রিয় তারকাদের বিদেশে কোনও ধরনের ক্রিকেট লিগে খেলার অনুমতিই দেয়নি বিসিসিআই। কিন্তু ৩৮ বছরের যুবরাজ গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে বোর্ডের কাছে আবেদন করেন, তাঁকে বিদেশের বিভিন্ন ক্রিকেট লিগে খেলার ছাড়পত্র দেওয়া হোক।
সেই মতো তিনি গত বছরেই কানাডায় টি-টেন ব্লাস্ট ক্রিকেটে খেলতে গিয়েছিলেন। অস্ট্রেলিয়ার ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ সংবাদপত্র জানিয়েছে, যুবরাজের ম্যানেজার জেসন ওয়ার্ন বিষয়টি নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে এবং বোর্ড তাঁকে আশ্বাস দিয়েছেন, প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারের জন্য একটি দল খুঁজে দেওয়া হবে। শুধু তাই নয়।
বিগ ব্যাশ লিগ খেলার সময় যুবরাজের থাকার জন্য একটি বাড়িও খুঁজে দেখা হচ্ছে। ওই সংবাদপত্র দাবি করেছে, কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। তেমন হলে হয়তো এই বছরেই বিগ ব্যাশ লিগে দেখা যেতে পারে তাঁকে।
যুবরাজ বিগ ব্যাশে খেলতে পারেন শুনে উল্লসিত আর এক প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন তারকাও নিয়মিত খেলেন বিগ ব্যাশ লিগে এবং এই মুহূর্তে আইপিএলে খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। ওয়াটসন বলেছেন, “যদি যুবরাজ বিগ ব্যাশ লিগে খেলে, সেটা কিন্তু দারুণ একটা ব্যাপার হতে চলেছে।
ভারতে অনেক উচ্চমানের টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আদর্শ ক্রিকেটার রয়েছেন, যাঁরা বিদেশে গিয়ে খেলেন না। বিগ ব্যাশ লিগ কিন্তু দারুণ জনপ্রিয় লিগ। সেখানে যুবরাজ খেললে সকলেই খুব উপকৃত হবে। ওর মতো ক্রিকেটারকে দরকার সেই জায়গায়।”