অনলাইন ডেস্ক, ১মার্চ ।। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। এসব অস্ত্রের মধ্যে রয়েছে ট্যাংক ও বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রও।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো থেকে পাঠানো অস্ত্র-গোলাবারুদ ইউক্রেনে যাচ্ছে পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে, বিশেষ করে পোল্যান্ড সীমান্ত দিয়ে।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, পোল্যান্ড এ ব্যাপারে অগ্রণী হয়ে সাহায্য করার প্রস্তাব দিয়েছে।
যুক্তরাষ্ট্র, কানাডার মতো দূরের দেশ ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম নিয়ে সামরিক পরিবহন বিমানগুলো পোল্যান্ডে আসছে। তারপর সড়কপথে সেগুলো ইউক্রেন সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে।ট্রেনে করেও ইউক্রেনের জন্য সামরিক সরঞ্জাম পোল্যান্ডে পাঠানো হচ্ছে। চেক রিপাবলিক অস্ত্র সাহায্য পাঠিয়েছে ট্রেনে করে।
ইউক্রেনের আকাশসীমা সব ধরনের বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ রয়েছে। তাছাড়া রাশিয়ার হামলা এড়ানোর ক্ষেত্রে সড়ক পথই তুলনামূলক নিরাপদ।