অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। নির্ধারিত সময়ে কোনো দল গোল পেল না। অতিরিক্ত সময় শেষেও ফল থাকল ০-০। লিভারপুল ও চেলসির মধ্যকার লিগ কাপের ফাইনাল গড়াল পেনাল্টি শুটআউটে। যেখানে নাটক শেষে ১১-১০ ব্যবধানে জয় পেল লিভারপুল।
সুবাদে আসরের রেকর্ড নবম শিরোপা ঘরে তুলল ইয়ুর্গেন ক্লপের দল। ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারেও একের পর এক গোল করে যাচ্ছিলেন দুই দলের খেলোয়াড়রাই। শেষ পর্যন্ত মিস করেন চেলসির কেপা আরিজাবালাগা।
এই গোলরক্ষককে ‘টাইব্রেকার স্পেশালিস্ট’ হিসেবে নামানো হয়েছিল অতিরিক্ত সময়ের শেষ হওয়ার একটু আগে। শেষ পর্যন্ত নিজে বল ঠেকিয়ে দলের জয় নয়, মিস করে প্রতিপক্ষকে উচ্ছ্বাসে মাতার সুযোগ করে দিয়েছেন তিনি। এর আগে পুরো ম্যাচ জুড়েই ছিল উত্তেজনা, রোমাঞ্চ।
চেলসির তিনটি গোল বাতিল হয়েছেন অফসাইডে। গোল বাতিল হয়েছে লিভারপুলেরও। ২০১২ সালের পর লিভারপুল এই শিরোপা পেল। সুবাদে কারাবাও কাপ বা লিগ কাপ জয়ের রেকর্ডে ছাড়িয়ে গেল তারা ম্যানচেস্টার সিটিকে।