৪০০ জঙ্গিকে জম্মু ও কাশ্মীরে ঢোকানোর চেষ্টা করছে পাকিস্তান

অনলাইন ডেস্ক, ৮ সেপ্টেম্বর।। ভারত এই মুহূর্তে চিনের সঙ্গে বিবাদে জড়িত, লাদাখ সীমান্তে লালফৌজের আগ্রাসন নিয়ে। আর এই বিবাদের সুযোগ নিতে চাইছে পাকিস্তান।

বিভিন্নভাবে নয়া দিল্লিকে বিপদে ফেলতে চাইছে। এবার গোয়েন্দাদের তরফে আগাম সতর্কবার্তা দেওয়া হল যে, সীমান্তের ওপার থেকে প্রায় ৪০০ জঙ্গিকে জম্মু ও কাশ্মীরে ঢোকানোর চেষ্টা করছে ইমরান খানের সরকার। এই জন্য সীমান্তের ওপার থেকে ক্রমাগত সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে, গোলাগুলি ছুড়ছে পাকিস্তান সেনা।গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে যে, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর জন্য পাকিস্তানের সমস্ত নিরাপত্তাবাহিনীকে নির্দেশ দিয়েছে আইএসআই।

তারপর থেকেই তাঁদের বর্ডার অ্যাকশন টিমের সদস্যরা সীমান্তের ওপারে বিভিন্ন জায়গায় সক্রিয় হয়ে উঠেছে। নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় থাকা পাকিস্তানের সেনা ক্যাম্পগুলিতেও বিভিন্ন জঙ্গিদের যাতায়াত লক্ষ করা গেছে। গুর্জ, মাচাল, কেরন, তাংধার, নৌগাম সেক্টরের ওপারে পাকিস্তানের সেনাকে অতি সক্রিয় হয়ে উঠতে দেখা গিয়েছে। পাশাপাশি উরি, পুঞ্চ, ভীমভর গালি, কৃষ্ণা উপত্যকা, নৌসেরা ,আখনুর ও দ্রাস সেক্টরের ওপারের জঙ্গি লঞ্চপ্যাডগুলিতে প্রচুর জঙ্গির জমায়েতও হয়েছে।

এ প্রসঙ্গে ভারতীয় সেনা আধিকারিকদের একাংশের মত, লাদাখে যে ভারত এবং চিনের বিবাদ চলছে, তারই সুযোগ নিতে চাইছে পাকিস্তান সেনা। সেই জন্যই জম্মু ও কাশ্মীরের সীমান্ত দিয়ে জঙ্গিদের ভারতে অনুপ্রবেশ করোনার চেষ্টায় রয়েছে তারা। এর জন্য নাকি নতুন রুটও খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।

কিন্তু তাদের এধরনের কোনও অপচেষ্টাই যে সফল হবে না, তাও স্পষ্ট করেছেন ভারতীয় সেনা আধিকারিকরা। ভারতীয় সেনার তরফ থেকে বলা হয়েছে যে, অনুপ্রবেশের চেষ্টা হলে, তাঁর যোগ্য জবাব দেওয়া হবে। ভারতীয় জওয়ানরা সবসময় প্রস্তুত রয়েছেন যেকোনও সমস্যার মোকাবিলায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?