অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরামাণবিক অস্ত্রের তদারকিতে নিয়োজিত বাহিনীকে সতর্ক থাকার কড়া নির্দেশ দিয়েছেন। খবর এপি।
রোববার টেলিভিশনের এক ভাষণে রুশ বাহিনীর জ্যেষ্ঠ জেনারেলদের উদ্দেশে পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রতি বৈরী পদক্ষেপ নিয়েছে এবং ‘বেআইনি নিষেধাজ্ঞা’ আরোপ করেছে। আন্তর্জাতিক সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, এই নির্দেশের অর্থ পুতিন তার পারমাণবিক অস্ত্রের ব্যবহার যে কোনো সময় যেন করা যায় তা বলেছেন। পুতিন তার প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাবাহিনী প্রধানকে নির্দেশ দিয়েছেন পারমাণবিক অস্ত্রের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী যেন কঠোরভাবে সতর্ক থাকে।
সংবাদমাধ্যমে সম্প্রচারিত এক বক্তব্যে পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো শুধু আমাদের অর্থনৈতিক বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েই রেহাই দিচ্ছে না, তারা আমাদের দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্যও করছে। তবে বিবিসির মন্তব্য প্রতিবেদনে নিরাপত্তাবিষয়ক প্রতিনিধি গর্ডন কোরেরা বলেছেন, পুতিনের এই নির্দেশ পারমানবিক হামলার প্রস্তুতি নয়। যদিও পুতিন এর আগে হুমকি দিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হলে তিনি এমন কিছু করবেন যা ইতিহাসে কখনো ঘটেনি। গর্ডন কোরেরার মতে, রাশিয়া পারমানবিক অস্ত্রে সবার চেয়ে এগিয়ে থাকলেও ন্যাটোভুক্ত দেশগুলো তার এ ধরনের হামলার পর চুপ করে থাকবে না। তারাও পাল্টা হামলা চালাবে যা রাশিয়া কখনো চাইবে না। এ দিকে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে ইউক্রেন সম্মত হয়েছে। তবে তারা কোনো পূর্বশর্ত মানতে রাজি নয়। বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার পর এক বার্তায় এমনটাই বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।